বৌ বিদায় হতেই লক্ষ্মীলাভ, লাখ লাখ টাকা দিয়ে ঝাঁ চকচকে গাড়ি কিনলেন হিরো আলম!

বাংলাহান্ট ডেস্ক: স্ত্রী নুসরত জাহানের সঙ্গে সদ‍্য ছাড়াছাড়ি হয়েছে হিরো আলমের (Hero Alom)। খাতায় কলমে এখনো বিচ্ছেদ না হলেও আলাদা থাকছেন তাঁরা। এর মাঝেই সুখবর দিলেন বাংলাদেশি তারকা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হতেই নতুন সদস‍্যকে পরিবারে নিয়ে এসেছেন হিরো আলম।

এক ঝাঁ চকচকে নতুন চারচাকা কিনেছেন ওপার বাংলার জনপ্রিয় ইউটিউবার। সাদা রঙের ২০১৮ মডেলের একটি টয়োটা ফিল্ডার গাড়ি কিনেছেন তিনি। ফেসবুক লাইভে এসে নতুন গাড়ি দেখিয়ে হিরো আলম বলেন, “আমার স্বপ্ন ছিল হিরো হব। আল্লাহ সেটা পূরণ করেছেন। সবসময় চিন্তা করি মানুষের পাশে দাঁড়াব, আল্লাহ সেটাও পূরণ করেছে। আমার অনেক বিপদ ছিল, আল্লাহ সেটাও দূর করেন।”

hero alom car00
হিরো আলম বলেন, তাঁর স্বপ্ন ছিল সৎপথে রোজগার করে নিজের একটা গাড়ি কিনবেন। এতদিনে সে সাধ পূরণ হল। সৎ পথে রোজগার করা কঠিন, মত হিরো আলমের। একটু একটু করে টাকা জমিয়ে পাঁচটা সিনেমা করেছেন তিনি। সেই টাকা দিয়েই কিনেছেন গাড়ি। সংবাদ মাধ‍্যমকে হিরো আলম জানান, বাংলাদেশি টাকায় তাঁর নতুন গাড়ির দাম ২৬ লক্ষ টাকা! গাড়ি হওয়ায় এবার দেশের বিভিন্ন প্রান্তে তাঁর যাতায়াত করতে অনেক সুবিধা হবে।

হিরো আলম আরো জানিয়েছেন, প্রতি মাসে তাঁর রোজগারের পরিমাণ সমান হয় না। কোনো মাসে ৫০ হাজার টাকা রোজগার হয় তো কোনো মাসে আবার ৩ লক্ষ। সোশ‍্যাল মিডিয়ায় থেকে একটা বড় অংশ আয় হয় তাঁর। প্রথম দিকে হাজারের ঘরে থাকলেও পরে ইউটিউব থেকে এক মাসে কয়েক লক্ষ পর্যন্ত আয় করেছেন তিনি। তবে তাঁর এই বিপুল আয়ের অনেকটা অংশই সমাজ কল‍্যাণে যায় বলে জানিয়েছেন হিরো আলম।

hero alam
কিছুদিন আগে হিরো আলম দাবি করেছিলেন, বাংলাদেশেরই এক সাংবাদিক নাকি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিচ্ছেদের ভুয়ো খবর রটিয়েছেন। ওই সাংবাদিক নাকি তাঁর প্রথম বিচ্ছেদের খবর কাজে লাগিয়ে এসব করছেন। এর আগেও তাঁকে নানান ভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন ওই সাংবাদিক।

হিরো আলমের যুক্তি, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ‍্যে একটু ঠোকাঠুকি লাগেই। তাঁদেরও প্রথম বিয়ের ক্ষেত্রে সমস‍্যা হয়েছিল। সমস‍্যা না মেটায় বিয়ে ভেঙে যায়। সেটাকেই কাজে লাগিয়ে অপপ্রচার করছেন ওই সাংবাদিক। হিরো আলমের আরো দাবি, সংবাদ মাধ‍্যমে যে মহিলার কণ্ঠ শোনা গিয়েছে তিনি তাঁর স্ত্রী নুসরত নন। নুসরতকে সামনে রেখে ষড়যন্ত্র করছেন ওই সাংবাদিক, অভিযোগ হিরো আলমের।

Niranjana Nag

সম্পর্কিত খবর