বাংলাহান্ট ডেস্ক: তাঁকে ঘিরে বিতর্ক অনেক। কিন্তু তাঁকে উপেক্ষা করেও থাকা যায় না। তিনি হিরো আলম (Hero Alom)। বাংলাদেশের এই ইউটিউবার একাধারে গায়ক এবং অভিনেতাও বটে। যদিও তাঁর গান বা অভিনয় নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে। সম্প্রতি এপার বাংলার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন হিরো আলম।
মুর্শিদাবাদের সামসের গঞ্জে একটি অনুষ্ঠাএ এসেছিলেন হিরো আলম। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী রিয়া মণি। অনুষ্ঠানে হিরো আলমকে দেখতে কার্যত দর্শকদের ঢল নেমেছিল। এত মানুষের ভালবাসা পয়ে আপ্লুত বাংলাদেশি ইউটিউবার। এর আগেও এপার বাংলায় এসেছেন তিনি। কলকাতায় গানের রেকর্ডিং করে গিয়েছেন।
মুর্শিদাবাদের অনুষ্ঠানে হিরো আলম বলেন, তিনি ভারতীয় ছবিতে কাজ করতে চান। বলিউডি ছবিতে অভিনয় করতে চান তিনি। হিরো আলম আরো বলেন, দীপিকা পাডুকোনের খুব বড় ভক্ত তিনি। তাঁর সঙ্গে কাজ করা একটা স্বপ্ন তাঁর কাছে। তাই তিনি বলিউডি ছবিতে অভিনয় করলে দীপিকাকেই তাঁর নায়িকা হতে হবে।
মাস খানেক আগে জানা গিয়েছিল, নতুন সিনেমা নিয়ে আসছেন হিরো আলম। নাম ‘হাসিওয়ালা’। আট মিনিটের একটি ‘পোয়েট্রিকাল ফিল্ম’ এটি। এখানেই কবিতা পাঠের সঙ্গে অভিনয়ও করবেন তিনি। নিজের জীবনের উপরে লেখা একটি কবিতা পাঠ করতে চলেছেন বলে জানিয়েছিলেন হিরো আলম।
তিনি জানিয়েছিলেন, দু মাস ধরে আবৃত্তি চর্চা করছেন তিনি। স্পষ্ট উচ্চারণে কথা বলা শিখছেন। কিন্তু তবুও যদি দর্শকদের মনে না ধরে তাহলে আর কোনোদিন আবৃত্তি করবেন না। এর আগে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি বিকৃত ভাবে গাওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি ইউটিউবারের বিরুদ্ধে। তাঁকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে তিনি আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন না। তাঁকে নাগাড়ে জেরাও করে পুলিস।
এমনকি এও শোনা গিয়েছিল, বাংলাদেশের পুলিস নাকি গ্রেফতার করেছে হিরো আলমকে। কিন্তু হিরো আলম পালটা দাবি করেন, বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচনে গিয়েছিলেন তিনি। তাঁকে দেখার জন্য এতই ভিড় হয়েছিল যে প্রশাসন বিশেষ নিরাপত্তা দিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। সেটাকেই বিকৃত করে নাকি প্রচার করা হয় যে তিনি গ্রেফতার হয়েছেন।