এখন ব্যাঙ্কে না গিয়েই পেয়ে যান SBI-র হোম লোন, এভাবে সহজে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : যখনই কারোর অর্থের প্রয়োজন হয়, তাঁরা তাঁদের আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে থাকেন। এতেও যখন কাজ হয় না, তখন তাঁরা ঋণ বা লোন নেওয়ার কথা ভাবেন। তবে ঋণ নেওয়া এত সহজ নয়। তবে এখন ব্যাঙ্কগুলি ঋণ দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে।

এখন একটি ছোট প্রক্রিয়ার মাধ্যমে সহজে ঋণ নেওয়া যায়। যেখানে কোনো নথি ছাড়াই ব্যক্তিগত ঋণ পাওয়া যায়। চলুন সেই ঋণ গ্রহন সম্পর্কে কিছু তথ্য আলোচনা করা যাক। হোম লোন প্রায় সব ব্যাঙ্কেই পাওয়া যায়। এমনকী দেশের অন্যতম বিখ্যাত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ঋণ দেয়।

আপনি যদি SBI থেকে লোন নিতে চান, তাহলে SBI-এর শাখায় যাওয়ার দরকার নেই। প্রকৃতপক্ষে আপনি অনলাইনে SBI হোম লোনের জন্য আবেদন করতে পারেন। এতে, হোম লোন নেওয়ার জন্য আপনি যত বেশি মেয়াদ বেছে নেবেন, EMI তত কম হবে। তবে সুদের পরিমাণ বাড়বে। এছাড়াও, আপনি যত কম মেয়াদ রাখবেন, EMI এর পরিমাণ তত বাড়বে। সেই সঙ্গে সুদের পরিমাণও কমবে। SBI হোম লোনের জন্য আবেদন করার বিভিন্ন উপায় দিয়েছে। এখন সহজেই অনলাইনে হোম লোনের জন্য আবেদন করা যাবে। SBI-এর ওয়েবসাইট https://homeloans.sbi-এ গিয়ে হোম লোনের জন্য আবেদন করা যাবে। এই লিঙ্ক থেকে হোম লোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পাওয়া যাবে- https://onlineapply.sbi.co.in/personal-banking/home-loan.

sbi loans

এছাড়াও হোম লোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে কল বা মেসেজের মাধ্যমেও আবেদন করা যেতে পারে। এমনকী YONO মোবাইলের মাধ্যমেও ঋণের জন্য আবেদন করা সম্ভব। এসএমএসের মাধ্যমেও হোম লোনের তথ্য পাওয়া যাবে। এর জন্য, 567676 নম্বরে HOME টেক্সট করতে হবে অথবা আপনি 1800112018 নম্বরে কল করে হোম লোনের জন্য আবেদন করা যেতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর