উৎসবের মরশুমে দুর্দান্ত অফার! টাকা না দিয়েই বাড়িতে নিয়ে আসতে পারেন Hero-র নতুন বাইক

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সর্বত্র উৎসবের আমেজ শুরু হয়েছে। পাশাপাশি, চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোও (Durga Puja)। বছরের এই সময়টাতে বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ ছাড় দেওয়া হয়। আর সেই কারণেই গ্রাহকদের মধ্যেও একটা বাড়তি আগ্রহ পরিলক্ষিত হয়। চলতি বছরেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। এমতাবস্থায়, এই উৎসবের মরশুমে আপনি যদি নতুন বাইক বা স্কুটার কিনতে চান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মূলত, জনপ্রিয় দু’-চাকা প্রস্তুতকারী সংস্থা Hero এবার বাইক কেনার ক্ষেত্রে দারুণ একটি অফার নিয়ে এসেছে। জানা গিয়েছে, ওই কোম্পানির তরফে গ্রাহকেরা এবার ক্যাশব্যাক, জিরো ডাউন পেমেন্ট এবং কোনো সুদ ছাড়াই EMI-এর ডিসকাউন্টের মত সুবিধা নিতে পারেন। এর ফলে, আপনি খুব সস্তায় বাড়িতে নতুন স্কুটার এবং বাইক আনতে পারেন।

জেনে নিন Hero কোম্পানির অফার: ইতিমধ্যেই Hero তার বাইকগুলিতে ৫ বছরের ওয়ারেন্টি এবং ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক দিচ্ছে। এর মাধ্যমে, আপনি ১ বছরের বীমা এবং ৬ মাসের ইএমআই-তে শূন্য শতাংশ সুদ পেতে পারেন। পাশাপাশি আপনি গুডলাইফ গিফট ভাউচারের মাধ্যমে ৪,০০০ টাকা পর্যন্ত লাভ করতে পারেন।

৫ শতাংশ সরাসরি ডিসকাউন্ট ক্যাশব্যাক: আপনি যদি একটি নতুন বাইক বা স্কুটার কেনার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে আপনি সেই বাইক বা স্কুটারটি নো কস্ট EMI-তে কিনতে পারেন। অর্থাৎ কোম্পানির মতে, এতে গ্রাহকরা কিছু শর্তের সাথে সুদ ছাড়াই EMI-এর সাহায্যে টু হুইলার কিনতে পারবেন। এর পাশাপাশি স্কুটার বা বাইক কিনলে গ্রাহকদের অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এই ক্যাশব্যাক থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।

himgiri automobiles pvt ltd shahdara delhi motorcycle dealers hero 5pxc4

কোন কোন কার্ডে পাবেন ক্যাশব্যাকের সুবিধে: জানা গিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্যাঙ্ক অফ বরোদা, ফেডারেল ব্যাঙ্ক, IDFC ফার্স্ট ব্যাঙ্ক বা ওয়ান কার্ডের মত কার্ড ব্যবহার করে গ্রাহকরা এই ক্যাশব্যাকের সুবিধা পেতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর