ভুলে যান পেট্রোলের দাম, বাজারে এলো দেশের সবচেয়ে কম দামের বাইক, ১ লিটার পেট্রলে চলবে ৮৩ কিমি

যতদিন যাচ্ছে পেট্রোল -ডিজেলের দাম বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে গাড়ি চালানো মুশকিল হয়ে পড়ছে। পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। যদিও এর মধ্যে কম পেট্রল খরচায় চলবে এমন বাইক নিয়ে এসেছে Hero Moto Corp, এমনকি দামেও আপনার সাধ্যের মধ্যে। Hero Moto Corp যে কয়েকটি কম বাজেটের মোটরসাইকেল এনেছে। তার মধ্যে সবথেকে সাশ্রয়ী বাইক হল- হিরো এইচএফ ডিলাক্স ( Hero HF Deluxe)।

এটি ইতিমধ্যেই ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কি কি বিশেষত্ব রয়েছে এই মোটরসাইকেলের? এই মোটরসাইকেলের মধ্যে ৯৭.২cc এয়ার কুলড ৮ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৮০০০ Rpm-এ ৮.২৪ Bhp পাওয়ার এবং ৫০০০ Rpm-এ ৮.০৫ Nm পিক টর্ক জেনারেট করার ক্ষমতা আছে। এর ইঞ্জিনে ৪-স্পীড ট্রান্সমিশন রয়েছে। আর সবথেকে বড় বিশেষত্ব হল যে এক লিটার পেট্রোলে ৮৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই বাইক।

এই বাইকের অনেক মডেল রয়েছে। মডেল বিশেষে দামের পার্থক্য আছে। দিল্লিতে এই বাইকের এক্স-শোরুম মূল্য ৫২,৭০০ টাকা। এছাড়া এই বাইকটির ড্রাম ব্রেক, অ্যালয় হুইল মডেলের দাম পড়বে ৫৩,৭০০ টাকা। আবার Fi-I3S-এর জন্য ৬৩,৪০০ টাকা দাম রয়েছে। ব্ল্যাক ভেরিয়েন্ট মডেলের দাম আছে ৬২,৫০০ টাকা। আর সেলফ-স্টার্ট মডেলটির দাম নির্ধারিত হয়েছে ৬১,৯০০ টাকা।

এই বাইকের সামনে আছে একটি টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন। আর পিছনে একটি টু স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে। এর সামনের চাকায় ১৩০ মিমি ড্রাম ব্রেক দেওয়া আছে এবং পেছনের চাকাতেও ১৩০ মিমি ড্রাম ব্রেক দেওয়া আছে। ব্রেকিং সিস্টেম আবার কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের সাথে করা হয়েছে। অর্থাৎ এতগুলি ফিচারযুক্ত এই বাইক আপনার পকেট সাশ্রয়ী। আর পেট্রোলের খরচও অনেক বাঁচাবে।

সম্পর্কিত খবর