বাংলাহান্ট ডেস্ক : একের পর এক সিরিয়াল (Serial) যেমন শুরু হয়, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি শেষের পথেও এগিয়ে যায়। জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলেই পরপর বন্ধ হচ্ছে ধারাবাহিক (Serial)। নতুন পুরনো মিলিয়ে বেশ কিছু সিরিয়াল রয়েছে বন্ধের মুখে। স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিকেরও শেষ পর্বের শুটিং হয়ে গেল। আর সেখানেই একত্র হলেন সিরিয়ালের (Serial) সমস্ত অভিনেতা অভিনেত্রী প্রযোজক।
জনপ্রিয় সিরিয়ালের (Serial) শেষ শুটিংয়ে এলেন নায়ক
সদ্য শেষ হল স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ এর শুটিং। শেষ দিনে একত্রিত হয়েছিল ধারাবাহিকের গোটা টিম। উপস্থিত হয়েছিলেন প্রযোজক নীলাঞ্জনা শর্মাও। শুধু তিনিই নয়, সিরিয়াল (Serial) ছেড়ে দেওয়া ‘শঙ্কর’ রাহুল মজুমদার এবং ‘মহেশ্বরী’ মিঠু চক্রবর্তীও হাজির ছিলেন এদিন। আনা হয়েছিল কেক। নিজে হাতে রাহুল, শুভস্মিতা এবং অর্ণবকে কেক খাইয়ে দেন নীলাঞ্জনা, সঙ্গে মজা করে কেকের ক্রিমও মাখিয়ে দেন তাঁদের মুখে।
হাজির ছিলেন প্রযোজক: নীলাঞ্জনার সঙ্গে এদিন সেটে এসেছিলেন তাঁর দুই মেয়ে সারা এবং জারা। তবে দেখা মেলেনি যিশু সেনগুপ্তর। সিরিয়াল (Serial) শুরুর সময় প্রযোজনা সংস্থার যৌথ মালিক ছিলেন যিশু নীলাঞ্জনা। কিন্তু ধারাবাহিকের (Serial) শেষে এসে তাঁদের সংসারেও দেখা গিয়েছে ফাটল। মিঠু চক্রবর্তীকে দেখেও এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন নীলাঞ্জনা। চোখের জলে ভাসেন শঙ্কর ঐশানী অর্থাৎ রাহুল শুভস্মিতাও।
আরো পড়ুন : চড়চড়িয়ে উঠবে TRP, বিরাট সারপ্রাইজ নিয়ে আসছে সোনার সংসার ২০২৫! প্রোমোতেই জমিয়ে দিল জি বাংলা
সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন অভিনেতা: রাহুল শুভস্মিতাকে নিয়ে সিরিয়াল (Serial) শুরু হলেও মাঝে গল্প বেশ কয়েক বছর এগিয়ে যাওয়ার পর বদলে যায় নায়ক। সিরিয়াল (Serial) ছাড়েন রাহুল। শঙ্কর ঐশানীর মৃত্যুর পর তাঁদের মেয়ে ধৃতিকে নিয়ে এগোয় গল্প। মেয়ের চরিত্রে শুভস্মিতা নিজেই অভিনয় করলেও নায়ক রুদ্র রায় চৌধুরীর ভূমিকায় প্রথমে কিছুদিন দেখা গিয়েছিল ইন্দ্রাশিস রায়কে। পরে তিনিও সরে গেলে তাঁর জায়গায় আসেন অর্ণব বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন : হয় না কন্যাদান, সিঁদুর ওঠে বরের কপালেও! মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিককে বুকিংয়ের খরচ জানেন?
প্রথম দিকে ভালোই টিআরপি দিয়েছে হরগৌরী পাইস হোটেল। কিন্তু শেষের দিকে বড়সড় পতন ঘটেছিল নম্বরে। শেষমেষ ৭৬৭ পর্বে এসে ঝাঁপ ফেলল হরগৌরী পাইস হোটেল। এই সিরিয়ালের স্লটে আসতে চলেছে শুভ বিবাহ। আর রাত নটার সময় দেখা যাবে চিরসখাকে।