বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রায় শেষ হয়ে এসেছে আইএসএল (ISL 2022/23)। তবে এইবার অন্যান্য মরসুমের মতো আইএসএল শেষ হওয়া মাত্র ভারতীয় ফুটবলের মরশুম শেষ হচ্ছে না। আইএসএল এর ফাইনাল শেষ হবার পর আগামী মাসে অর্থাৎ এপ্রিলে আরম্ভ হবে সুপার কাপের (Hero Super Cup) লড়াই। আর এই সুপার কাপের লড়াইয়ে কঠিন গ্রুপে পড়লো ইস্টবেঙ্গল (East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ দিল্লিতে গোটা টুর্নামেন্টের গ্রুপ পর্বের নিয়ম এবং সূচি ঘোষণা করল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। মজার ব্যাপার হলো সদ্য বিতর্কে জড়ানো দুই আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এবং কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blastars) একই গ্রুপে রাখা হয়েছে এই সুপার কাপের। ১৬ই এপ্রিল কেরালার মাঠে দুই পক্ষ একে অপরের মুখোমুখি হবে।
ইতিমধ্যে আইএসএলের ১১ টি দল এবং আই লিগ চ্যাম্পিয়ন দল মিলিয়ে মোট ১২টি সরাসরি টুর্নামেন্টের গ্রুপ পর্বের ৪টি গ্রূপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। ১৬ দলের এই টুর্নামেন্টের। বাকি চারটি দল নির্ধারিত হবে আই লিগের বাকি ৯টি দলের মধ্যে কোয়ালিফায়ার পর্ব খেলে। সেই কোয়ালিফায়ার পর্বেরও যোগ্যতা অর্জন করতে হবে শেষ আই লিগের নবম এবং দশম স্থানে থাকা টিমকে নিজেদের মধ্যে একটি প্লে-অফ ম্যাচ খেলে।
টুর্নামেন্টে আরম্ভ হবে এপ্রিল মাসের ৩ তারিখ থেকে। কোয়ালিফিকেশন পর্ব শেষ হওয়ার পর গ্রুপ পর্বের মূল লড়াই আরম্ভ হবে এপ্রিলের ৮ তারিখ থেকে। গ্রুপ পর্ব শেষ হলে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটু আয়োজিত হবে সেমিফাইনাল পর্ব এবং সেমিফাইনাল পর্ব আরম্ভ হবে ২১ শে এপ্রিল থেকে। এপ্রিল মাসের ২৫ তারিখে আয়োজিত হবে ফাইনালটি।
The groups for the #HeroSuperCup are out!
Read all the details here: https://t.co/X8cAOicqMp#IndianFootball ⚽ pic.twitter.com/4l9L5RozmY
— Indian Football Team (@IndianFootball) March 7, 2023
গোটা টুর্নামেন্টটি আয়োজিত হবে কেরালার দুটি স্টেডিয়াম মিলিয়ে। হিরো সুপার কাপের বিজয়ীরাও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবে। এএফসি কাপ সাউথ জোন গ্রুপে প্রবেশ করার জন্য হিরো সুপার কাপের চ্যাম্পিয়নরা গত মরশুমের হিরো আই-লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে প্লে-অফে লড়াই করবে।
এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সাথে এই গ্রূপে রয়েছে হায়দরাবাদ এফসি ও লাল হলুদ শিবিরের শক্ত গাঁট ওড়িশা এফসি। এছাড়া আই লিগ থেকে যোগ্যতা অর্জনকারী একটি দল তাদের সঙ্গে যোগ দেবে। এটিকে মোহনবাগানের ‘সি’ গ্রুপটি তুলনামূলকভাবে কিছুটা সহজ। তাদেরকে খেলতে হবে এফসি গোয়া এবং জামশেদপুরের বিরুদ্ধে। ৯ তারিখ থেকে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে লাল হলুদ ব্রিগেড। তাদের বাকি দুটি ম্যাচ আয়োজিত হবে ১৩ এবং ১৭ই এপ্রিল। সবুজ মেরুণ শিবির অভিযান শুরু করবে ১০ ই এপ্রিল। তাদের গ্রূপপর্বের পরবর্তী ম্যাচ দুটি আয়োজিত হবে ১৪ এবং ১৮ই এপ্রিল।