ঘূর্ণাবর্তের হুঙ্কার! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে ঝড়-বৃষ্টি, বাজ থেকে সাবধান এই ৭ জেলায়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। উত্তরবঙ্গেরও একই হাল। প্রতিনিয়ত চলছে আবহাওয়ার ভেলকি। কখনও উঁকি দিচ্ছে সূর্য, কখনও আবার আকাশের মুখভার। যদিও যথেষ্ট গরম রয়েছে দক্ষিণে। আজ সেই থেকে কিছুটা ভোগান্তি হলে কাল থেকেই বদলে যাবে আবহাওয়া! আছড়ে পড়বে ঝড়-বৃষ্টি।

বলতে গেলে আজ থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্ত উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হবে। যা ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তরপ্রদেশের দিকে যেতে পারে। এই ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

কোথায় কোথায় বৃষ্টি? মঙ্গলবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টিপাত হবে। সঙ্গে দোসর হবে বজ্রপাত। তাই সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: গরু পাচার অতীত! বাংলা থেকে ভিন রাজ্য ও দেশের বাইরে পাচার হচ্ছে হাতি, হাইকোর্টে মামলা

তবে বুধবার থেকেই চরম ভোগান্তি। আগামীকাল থেকে আরও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার থেকেই গোটা দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather

আরও পড়ুন: দুবাই সহ বিদেশে একাধিক বাড়ি! ১০০০ কোটি প্রতারণার অভিযোগে কুণালকে গ্রেফতার করল ED

উত্তরবঙ্গের একাধিক জেলা কালো মেঘে ঢাকা। দু এক ফোটা বৃষ্টি পড়া শুরু ও হয়ে গিয়েছে। বৃষ্টি বাড়ার পূর্বাভাস কাল থেকে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X