বাংলা হান্ট ডেস্ক : উত্তাল দিল্লি। টানা ৮ ঘন্টা জেরা করে গতকাল রাতেই দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। আর এর প্রতিবাদেই দেশ জুড়ে প্রতিবাদের পরিকল্পনা করছে আম আদমি পার্টি। জানা যাচ্ছে, দিল্লিতে বিজেপি পার্টি অফিসের সামনেও বিক্ষোভ দেখাবেন আপ সমর্থকরা।
আম আদমি পার্টির রাষ্ট্রীয় মহাসচিব সন্দীপ পাঠক বলেন, ‘সোমবার আমরা গোটা দেশ জুড়ে বিক্ষোভ দেখাব।’ তুনি টুইট করে আরও লেখেন, ‘দেশের লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যৎকে উজ্জ্বল করা মহান শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়াকে একটি ভুয়ো মামলায় গ্রেফতার করা হল। আম আদমি পার্টি এই ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে গোটা দেশজুড়ে বিক্ষোভ দেখাবে।’
গতকাল রাতে মণীশ সিসোদিয়াকে গ্রেফতারের পরই থমথমে গোটা দিল্লি। যেকোনও সময় শুরু হতে পারে অশান্তি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিস বাহিনী। বিরাট জনসমাগমে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সারারাত বিশেষ সতর্ক ছিল পুলিস। মহিলা পুলিশবাহিনীকেও থানায় বসিয়ে রাখা হয় সারারাত। দিল্লি পুলিসের কাছে খবর রয়েছে মণীশ সিসোদিয়ার গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদে ঝামেলার সৃষ্টি করতে পারে আপ নেতা সমর্থকরা।
বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দিল্লি জুড়ে। দিল্লির দুই পুলিস বিভাগের আধিকারিক সাগপ্রীত হুডা এবং দীপেন্দ্র পাঠক অত্যন্ত সক্রিয় রয়েছেন। সমস্ত থানার আধিকারিকদের সঙ্গে ওয়্যারলেসে যোগাযোগ রাখছেন তাঁরা। সিবিআই-এর প্রধান দফতরেও মানুষের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই-এর তরফে একটি প্রশ্নমালা তৈরি করা হয়। সিবিআই সদর দফতরের চারপাশে ১৪৪ ধারাও জারি করা হয়। একটি ব্যানার লাগিয়ে দিল্লি পুলিস এই তথ্য দেয়। জিজ্ঞাসাবাদের আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিসোদিয়ার গ্রেফতারির জল্পনা নিয়ে বড় দাবিও করেন।
টুইট করে কেজরিওয়াল লেখেন, ‘ঈশ্বর আপনার সঙ্গে আছেন মনীশ। লক্ষ লক্ষ শিশু এবং তাদের পিতামাতার আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। দেশ ও সমাজের জন্য যখন জেলে যাবেন, তখন জেলে যাওয়াটা অন্যায় নয়, গৌরবের। আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে আপনি শীঘ্রই জেল থেকে ফিরে আসুন। দিল্লির সব বাবা-মা এবং আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করব।’