বাংলাহান্ট ডেস্ক : দিল্লি বিষ্ফোরণের (Delhi Blast) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। লালকেল্লার কাছে ভয়াবহ বিষ্ফোরণে লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। এই ঘটনার নেপথ্যে কী কারণ, নাশকতা নাকি অন্য কিছু? খতিয়ে দেখতে শুরু হল তদন্ত। এদিকে দিল্লির (Delhi Blast) ঘটনায় তটস্থ কলকাতাও। হাই অ্যালার্ট জারি করা হয়েছে শহর জুড়ে।
দিল্লি বিষ্ফোরণের (Delhi Blast) ঘটনায় আতঙ্ক কলকাতাতেও
সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ বিষ্ফোরণে কেঁপে উঠল রাজধানী শহর। এদিন সন্ধ্যা ৬ টা ৫২ নাগাদ লালকেল্লার কাছে ঘটে বিষ্ফোরণ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি চলন্ত গাড়িতে ঘটে বিষ্ফোরণ(Delhi Blast) । গাড়িটি লাল সিগন্যালে আসতেই ঘটে বিরাট বিষ্ফোরণ। ঘটনার অভিঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘটনাস্থল। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

শহরে শুরু হয়েছে অতিরিক্ত তদন্ত: দিল্লির (Delhi Blast)ৎঘটনার পরেই দেশের একাধিক বড় শহরে জারি হয়েছে কড়া সতর্কতা। হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায় শহরে। কলকাতা পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে লালবাজারের তরফে। সূত্রের খবর বলছে, মেট্রো স্টেশনগুলির কাছে নিরাপত্তা আরও জোরালো করার নির্দেশ দিয়েছে লালবাজার। চলছে টানা পেট্রোলিং এবং নাকাচেকিং।
আরও পড়ুন : লালকেল্লা চত্বরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১! পুড়ে ছাই একাধিক গাড়ি, ঘটনাস্থলে পৌঁছল ফরেনসিক দল
দিল্লিতে তটস্থ প্রশাসন: এই ঘটনায় শহর জুড়ে ই আটোসাটো করা হয়েছে নিরাপত্তা। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো জঙ্গি সংগঠনই এই ঘটনার দায় স্বীকার করেননি। লালকেল্লার সামনে বিষ্ফোরণের (Delhi Blast) ঘটনায় দিল্লি জুড়ে জারি হয়েছ জরুরি তৎপরতা। আরডিএক্স চুক দিয়ে নাশকতার ছক কষা হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : নিরামিষের দিনে অতিথি হাজির? পাতে সাজিয়ে দিন মৌরি ছানা, তারিফ হবেই
প্রসঙ্গত দিল্লি বিষ্ফোরণে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। কলকাতা পুলিশের তরফে শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখনও পর্যন্ত দিল্লি বিষ্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা পৌঁছেছে ৩০ এ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ তে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।












