আবারও হাই এলার্ট জারি চীনে, মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে নতুন রোগ

বাংলাহান্ট ডেস্কঃ করোনার আতঙ্কের মাঝেই এক নতুন আতঙ্ক গ্রাস করেছে গোটা চীনকে (China)। মহামারি করোনা ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়ে এবার নিজেরাই এক নতুন আতঙ্কে ভুগছে চীনবাসী। রবিবার উত্তর চীনের একটি হাসপাতালে এই নতুন রোগের সন্ধান মিলেছে।

বুবলিক প্লেগ
বুবলিক প্লেগ (Bubonic plague), এই নতুন রোগের আশঙ্কায় আতঙ্কিত হয়ে গোটা চীনবাসী। এমনকি এই রোগের সতর্কতার জন্য তৃতীয় স্তরের সতর্কতাও জারী করা হয়েছে। এই রোগ সাধারণ ইঁদুরের দেহ থেকে ছড়ায় মানব দেহে।

rat 4

রোগ লক্ষণ
নতুন প্রকাশ্যে আসা এই রোগের ফলে মহামারিরও আশঙ্কা করছে সরকার। এই রোগের ফলে মানুষের শরীরে অসহনীয় ব্যথা, উচ্চ জ্বর এবং স্পন্দন গতি বৃদ্ধি পায়। ধীরে ধীরে এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে শরীরে ব্যথা দ্বিগুণ গতিতে বাড়তে থাকে। আগুনের ন্যায় ব্যথা অনুভূত হয়।

কি থেকে ছড়ায় এই রোগ?
এই রোগ প্রথমে ইঁদুরের দেহে বাসা বাঁধে। ব্যাকটিরিয়াতে ভরপুর ইঁদুরটি যখন মারা যায়, তখন এই রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে। অথবা এই রোগ বাহিত কোন ইঁদুর কোন ব্যক্তিকে কামড়ালে, তৎক্ষণাৎ ওই ব্যক্তি এই রোগের কবলে পড়ে। তবে সাধারণত ইঁদুরের মৃত্যুর ২-৩ সপ্তাহের মধ্যেই মানবদেহে এই রোগ ছড়িয়ে পড়ে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর