বিবাহিত পুরুষের সঙ্গে প্রাপ্তবয়স্ক মহিলা থাকতে চাইলে কোনও আইন আটকাতে পারবে না, বেনজির রায় আদালতের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিবাহিত পুরুষের সঙ্গে যদি কোনও প্রাপ্তবয়স্ক মহিলা থাকেন, তবে তা আইনসিদ্ধ। ওই মহিলার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে। সাম্প্রতিক এক মামলার প্রেক্ষিতে এমনই যুগান্তকারী পর্যবেক্ষণ মধ্য প্রদেশ হাইকোর্টের (High Court)। মহিলা প্রাপ্তবয়স্ক হওয়ায় কোনও আইনের ক্ষমতা নেই তাকে আটকানোর, এমনটাই বলেছে আদালত।

কী পর্যবেক্ষণ হাইকোর্টের (High Court)?

এক মামলার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছে মধপ্রদেশ হাইকোর্ট (High Court)। একজন প্রাপ্তবয়স্ক যুবতী এক বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর তার পরিবারের তরফে হিবিয়াস কর্পাস মামলা করে হেফাজতের দাবি জানানো হয়। কিন্তু যুবতী আত্মপক্ষ সমর্থনে আদালতে বলেন, তিনি প্রাপ্তবয়স্ক। কার সঙ্গে তিনি থাকবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে।

High Court hearing on adult woman living with a married man

বিবাহিত পুরুষের সঙ্গে পালায় যুবতী: মধ্যপ্রদেশ হাইকোর্টে (High Court) বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। গত ১৮ ই অগাস্ট শুনানি চলছিল মামলাটির শুনানিতে রাজ্য কাউন্সিলের তরফে বলা হয়, যে বিবাহিত পুরুষের সঙ্গে ওই যুবতী পালিয়ে গিয়েছিলেন, তিনি নিজের প্রথম স্ত্রীকে ছেড়ে এসেছেন এবং বিবাহ বিচ্ছেদের প্রস্তুতিও নিচ্ছেন।

বেনজির রায় আদালতের: এরপরেই হাইকোর্টের (High Court) পর্যবেক্ষণ, যুবতী প্রাপ্তবয়স্ক। ঠিক হোক বা ভুল, কার সঙ্গে থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে। যুবতীকে ওই বিবাহিত ব্যক্তির সঙ্গে থাকা থেকে আটকানোর জন্য কোনও আইন নেই। পুলিশকে আদালত নির্দেশ দেয়, ওই যুবতীকে মুক্ত করার জন্য।

মধ্যপ্রদেশ হাইকোর্ট আরও জানায়, ওই বিবাহিত ব্যক্তি যদি যুবতীকে ফের বিয়ে করেন, তবে তাঁর প্রথম স্ত্রী বহুগামিতার অভিযোগে মামলা করতে পারেন। তবে যুবতী যেহেতু নিজস্ব সিদ্ধান্তের জেরে বাবা মাকে ছেড়ে ওই বিবাহিত ব্যক্তির সঙ্গে থাকতে চেয়েছেন তাই এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারবে না।