বাংলা হান্ট ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে ধাপে ধাপে লকডাউন বাড়তে বাড়তে কেটে গিয়েছে প্রায় আড়াই মাস।
আগামীকাল থেকে শুরু হতে চলেছে আনলক 1 পর্ব। কাল থেকে পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস। আতঙ্ক থাকলেও ছুটি কাটিয়ে আগামী কাল থেকে কাজে যোগ দেওয়ার পালা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মীদের।
এবার কেন্দ্র ও রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিলো হাইকোর্ট। প্রসঙ্গত, অপরিকল্পিতভাবে লকডাউন তুলে দেওয়াতে রাজ্যে হু হু করে বাড়ছে করনা সংক্রমণ। এই নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।
এই জনস্বার্থ মামলার ভিত্তিতে কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের আইনজীবী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুসারে সব করা হচ্ছে। এরপরই হাইকোর্ট কেন্দ্রের হলফনামা সহ জবাবদিহি চেয়েছে। আগামী 11 জুনের মধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।