শেষ চালে বাজিমাত, হাইকোর্টের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে CBI থেকে স্বস্তি পার্থর

বাংলাহান্ট ডেস্ক : অল্পের জন্য কাটল সিবিআই বিপদ! হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়েই আপাতত স্বস্তি মিলল পার্থ চট্টোপাধ্যায়ের। এক্ষুনিই তাঁকে হাজিরা দিতে হচ্ছে না নিজাম প্যালেসে। এদিন এমন রায়ই শুনিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি কেলেঙ্কারি মামলায় হাজিরা দিতেই হবে সিবিআই দপ্তরে। এমনকি একথাও সাফ সাফ জানিয়ে দেওয়া হয় কোনও মতেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়া চলবে না অসুস্থ হয়ে।

কিন্তু এই রায় মানতে কার্যতই নারাজ ছিলেন রাজ্যের শিল্প মন্ত্রী। ফলে এদিনই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সিঙ্গেল বেঞ্চের রায়কে বাতিল করে সেই রায় স্থগিত করার নির্দেশ দেয় আদালত।

ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে, আদালতে সিঙ্গেল বেঞ্চ কোনও মতেই এধরণের সিদ্ধান্ত নিতে পারে না। তাই সিবিআইয়ের কাছে হাজিরা সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের দেওয়া প্রতিটি নির্দেশেই স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এমনকি এই স্থগিতাদেশের কারণে কাল অবধি এই মামলায় সমস্ত তদন্তও বন্ধ রাখতে হবে সিবিআইকে।

গতকালই এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় তৎকালীন শিক্ষা মন্ত্রী তথা রাজ্যের বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তারপর আজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাঁকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এরপর ডিভিশন বেঞ্চের এহেন স্থগিতাদেশে যে কার্যতই স্বস্তি পেলেন তৃণমূল নেতা, তা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর