বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে মেয়ের সমান অধিকার রয়েছে। অর্থাৎ ছেলে মেয়ে নির্বিশেষে সব সন্তানই তার বাবার সম্পত্তির অধিকার পেতে পারে। তবে সম্প্রতি ছত্রিশগড় হাইকোর্ট (High Court) খারিজ করলেন এক মহিলার করা এই আবেদন।
হাইকোর্টে বাবার সম্পত্তি বিষয়ে মেয়ের অধিকার নাকচ (High Court)
সম্প্রতি ছত্রিশগড় হাইকোর্টে বাবার সম্পত্তির বিষয়ে একটি আবেদন করেছিলেন এক মহিলা। আর সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট (High Court)। এই আবেদন খারিজ করতে গিয়ে আইনের কয়েকটি কথা উল্লেখ করেছে মহামান্য আদালত।

আরও পড়ুন: হঠাৎ কমল সোনার দাম! দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের, জানুন আজকের রেট
সেখানে বলতে গিয়ে মহামান্য আদালত জানায়, আসলে হিন্দু উত্তরাধিকার আইন কার্যকর হয়েছে ১৯৫৬ সালে। তার আগে উত্তরাধিকারের বিষয়টি ছিল মিতাক্ষরা আইন অনুযায়ী। সেই আইনে কোন মহিলা তখনই তার বাবার সম্পত্তির অধিকারী হত যখন কোন পুরুষ উত্তরাধিকার থাকত না।
কিন্তু হিন্দু উত্তরাধিকার আইনে সেই বদল আনা হয়েছে। তাই ১৯৫৬ সালের আগে যাদের মৃত্যু হয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রে মিতাক্ষরা আইন প্রযোজ্য বলেই নির্দেশে জানিয়েছে আদালত। এছাড়াও এই মামলার ক্ষেত্রে ওই মহিলা ২০০৫ সালে সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করেছিলেন। যেখানে তার বাবার মৃত্যু হয় ১৯৫০-৫১ সালে।
আর সেই কারণে নতুন আইনের আওতায় পড়ছে না ওই সম্পত্তি। তাই এই ক্ষেত্রে ওই ব্যক্তির এক পুত্র সন্তান রয়েছে। সেই পুত্র সন্তানই এই সম্পত্তির অধিকারী হবেন। কন্যা সন্তান ঐ সম্পত্তির অধিকারী হতে পারবেন না (High Court)। এছাড়াও ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনের এক গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়। সেই আইন অনুসারে কন্যাদের তাদের বাবার সম্পত্তিতে পুত্রের মতনই সমান অধিকার দেওয়া হয়। তবে তার আগে শুধুমাত্র পুত্র সন্তানরাই তার বাবার সম্পত্তির উত্তরাধিকার হতে পারতো। এবার যদি তার বাবা উইল করে কন্যার নাম রেখে যেত তাহলে পিতা সম্পত্তির ওপরে অধিকার থাকতো কন্যার।













