‘জেরা করলেও, গ্রেফতার …” অভিষেককে নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের! এবার কী করবে ED?

বাংলাহান্ট ডেস্ক : লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির একটি মামলায় সাময়িকভাবে হাইকোর্টের কাছে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি আগামীকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে সিজিও কমপ্লেক্স এর অফিসে। হাইকোর্ট এই সংক্রান্ত শুনানিতে বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে ইডি।

কিন্তু তাঁকে গ্রেফতার করা যাবে না। প্রসঙ্গতকাল, কালই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে কেন্দ্রীয় সরকারের বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকের দিনই ইডির পক্ষ থেকে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরার নির্দেশ পাওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের।

আরোও পড়ুন : চমৎকার প্ল্যান LIC’র! টাকা দেওয়ার পরের বছর থেকেই হাতে পাবেন পেনশন, কপাল খুলবে আপনারও

সেই সংক্রান্ত শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন, জেরা করলেও আপাতত ইডি গ্রেফতার করতে পারবে না অভিষেককে। আজই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে গিয়েছেন স্পেনে। এই সফর তাঁর পূর্বনির্ধারিত ছিল। মুখ্যমন্ত্রীর সফরের পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুর দেড়টার সময় সিজিও কমপ্লেক্সের তলব করেছে ইডি।

আরোও পড়ুন : টাকার অভাব? বিক্রি হতে চলেছে পাকিস্তানের সবথেকে দামি বাড়ি! কত দাম উঠল জেনে অবাক হবেন

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে রবিবার নিজেই এই কথা জানিয়েছিলেন। সমন্বয় কমিটির বৈঠকের দিনই তাঁকে ইডি অফিসে হাজিরা দেওয়ার ব্যাপারটি সম্পর্কে বলতে গিয়ে নাম না করে ৫৬ ইঞ্চির ছাতিকে কাপুরুষ বলে কটাক্ষ করেছেন অভিষেক। তবে, অভিষেকের এই কটাক্ষের পরেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নবজোয়ার কর্মসূচি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। সে সময় অভিষেক বলেছিলেন ভোটের আগে ইডির অফিসে হাজিরা দেওয়ার মতো সময় তাঁর নেই। ভোটের পর যখন ডাকা হবে তখনই তিনি যাবেন।

abhishek ed

এরপর ফের ইডি আগামীকাল তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্পেন সফরে চলে গেছেন। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু জানা গেছে তিনি সেই বৈঠকে যোগ দেবেন না। আগামীকাল ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে যাবেন তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর