বাংলা হান্ট ডেস্কঃ সাধারণত বোলার (Bowler) যত বেশি লম্বা হবে তাদের বল করতে তত বেশি সুবিধা হবে এবং লম্বা বেলারদের খেলতে ব্যাটসম্যানদের বেশি অসুবিধা হয়। আর তাই প্রত্যেক দলই নিজেদের দলে অন্ততপক্ষে একজন করে দীর্ঘ উচ্চতার বোলার চায়। তার ওপর সে যদি হয় পেসার তাহলে তো আর কোন কথায় নেই।
এবার এমনই একজন বোলারের খোঁজ পাওয়া গেল পাকিস্থানে। এই বোলারের উচ্চতা 7 ফুট 6 ইঞ্চি। বিশ্বের যে কোন ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এই বোলার। এবার আসছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে। এই বছর পাকিস্তান সুপার লিগে হঠাৎ করে আবির্ভাব হয় বিশ্বের সবচেয়ে লম্বা পেস বোলারের।
21 বছর বয়সী এই বোলারের নাম মুদাসসির গুজজার। পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দারসের হয়ে তিনি খেলেন। এই ফাস্ট বোলার জানিয়েছেন হাই স্কুলে পড়ার সময়ই তিনি সাত ফুটের বেশি লম্বা হয়ে গিয়েছিলেন। তার এই অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তার মা, বাবা সহ পুরো পরিবার। কিন্তু চিকিৎসরা তার পরিবারকে আশ্বস্ত করে জানিয়েছিলেন হরমোনের সমস্যার জন্য তার এই অস্বাভাবিক উচ্চতা।
নিজের এই উচ্চতাকে কাজে লাগিয়েই 21 বছর বয়সী মুদাসসির গুজজার নিজেকে একজন ফাস্ট বোলার হিসেবে তৈরি করেছেন। ইতিমধ্যেই পাকিস্তানের ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। যার জেরে তিনি সরাসরি পাকিস্তান সুপার লিগে লাহোর দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এখন নিজের কেরিয়ার আরও এগিয়ে নিয়ে যাওয়ায় মূল লক্ষ্য তার কাছে।