বাংলা হান্ট ডেস্ক: এবার উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম চালু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার থেকে তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র ওএমআর (OMR) শিটের কার্বন কপি আপলোড করা হবে ওয়েবসাইটে। শুধু তাই নয় পাশাপাশি উত্তর সংকেতও দিয়ে দেওয়া হবে।
মার্কশিট হাতে পাওয়ার আগেই বোর্ড জানাবে ভুল উত্তর (Higher Secondary)
এই বছর থেকে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) পরীক্ষা হবে দুটি সেমিস্টারে। তৃতীয় সেমিস্টার হবে ৮ সেপ্টেম্বর থেকে। এই নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের ফল হাতে পাওয়ার আগে পরীক্ষার্থীরা উত্তরপত্র হাতে পাবে। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, স্বচ্ছতার সাথে এই বছর থেকে তারা ছাত্র-ছাত্রীদের সমস্ত ও এম আর (OMR) শিটে ওয়েবসাইট আপলোড করে দেবে। এর ফলে ওয়েবসাইটে গিয়ে উত্তরপত্র দেখতে পারবে ছাত্র-ছাত্রী নিজেরাই। পাশাপাশি সেই গুলোকে ডাউনলোড করে প্রিন্টও করা যাবে।

আরও পড়ুন: ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে! খেতে হবে না গাদা গাদা ওষুধ, বিশেষজ্ঞরা জানালেন সহজ সমাধান
প্রসঙ্গত চলতি মাসের জুন মাসে, শিক্ষা সংসদের তরফ থেকে দুটি প্রস্তাব আনা হয়েছিল। প্রথমত পড়ুয়াদের হাতে ও এম আর (OMR) সিটের কার্বন কপি তুলে দেওয়ার হবে। দ্বিতীয়ত, ফল প্রকাশ এর আগে পড়ুয়াদের উত্তরপত্র যাচাই করার সুযোগ দেওয়া। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে পড়ুয়াদের মূল্যায়ন হওয়ার বিষয়ভিত্তিক ও এম আর শিট ও উত্তর সংকেত প্রকাশ করা হবে ওয়েবসাইটে।
এর ফলে প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে মূল্যায়ন হওয়া ও এম আর শিট ও উত্তরপত্র দেখার জন্য একটি করে আইডি ও পাসওয়ার্ড থাকবে। পাশাপাশি শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে লগইন করে আনসার কি এর সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তরপত্র মিলিয়ে দেখতে পারবে তারা। এছাড়াও ফল প্রকাশের আগেই বুঝতে পারবে তাদের রেজাল্ট। এটি দেখার পরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সরাসরি ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টার হবে। উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষা মোট ১২ দিন ধরে চলবে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন প্রথমত তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা চলবে। এছাড়া তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত।













