আরও কড়াকড়ি হয়েছে নিয়মের, এই কর্মটি করলেই বাতিল হয়ে যাবে গোটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আর দিন কয়েক পরেই শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) প্রথম পর্ব। আগামী ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টার। আর এবার উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam) নিয়ে একগুচ্ছ কড়া নিয়ম জারি করেছে সংসদ। পরীক্ষা চলাকালীন কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকেই সচেতনতা অবলম্বন করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় (Higher Secondary Exam) আরও কড়া হল নিয়ম

এই প্রথম বার সেমিস্টার পদ্ধতিতে আয়োজিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam)। পরীক্ষার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে সংসদের তরফে। জানা যাচ্ছে, ডিজিটাল নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের (Higher Secondary Exam) প্রবেশপথে এবং ভেনু সুপারভাইজারের ঘরে সিসিটিভি থাকা বাধ্যতামূলক বলে নির্দেশ দেওয়া হয়েছে। সেন্টার ইন চার্জ বা সেন্টার সেক্রেটারি এবং ভেনু সুপারভাইজারকে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মোট ১২২ টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে মালদহে রয়েছে সবথেকে স্পর্শকাতর কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

Higher secondary exam rules changed this year

প্রশ্নপত্রে কী ব্যবস্থা থাকছে: প্রশ্ন যাতে কোনও রকমে ফাঁস না হয় তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী বাইরে বেরোতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) শিক্ষা সংসদ। প্রশ্নপত্রের ক্ষেত্রেও থাকছে বিশেষ ব্যবস্থা। এবার উচ্চ মাধ্যমিকে ওএমআর শিটে প্রশ্ন থাকছে। কাস্টোডিয়ানের কাছে থাকবে ওএমআর শিট এবং প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট। পাশাপাশি পরীক্ষার সময় কোনও বৈদ্যুতিন সামগ্রী সঙ্গে রাখা যাবে না।

আরও পড়ুন : ধর্ষণে অভিযুক্ত AAP বিধায়ককে গ্রেফতার করতে গিয়ে বিপত্তি! পুলিশের দিকেই গুলি, উর্দিধারীকে পিষে দিয়ে পালালেন গুণধর নেতা

থাকবে সিসিটিভির বন্দোবস্ত: নন ট্রান্সপারেন্ট প্রিন্টেড পলিপাউচ দিয়ে সিল করা থাকবে প্রশ্নপত্র। দুটি সেটের প্রশ্নপত্রের ব্যবস্থাও রাখছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) শিক্ষা সংসদ। যদি প্রশ্ন বাতিলের মতো ঘটনা ঘটে তার জন্য দুটি সেটের ব্যবস্থা থাকছে। তবে পরীক্ষা হবে প্রথম সেটের প্রশ্নেই। সিসিটিভিতে রেকর্ড করা ফুটেজ অক্টোবর পর্যন্ত সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভেনু সুপারভাইজারকে। পাশাপাশি সংসদ সভাপতি স্পষ্ট জানিয়েছেন, হেনস্থা বা মারধোরের কোনও ঘটনা ঘটলে তা ক্ষমা করো যাবে না। পরীক্ষা (Higher Secondary Exam) কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে পরীক্ষার্থীদের ‘আরএ’ অর্থাৎ ‘রিপোর্টেড এগেন্সট’ করতে হবে। পরীক্ষক বা ইনভিজিলেটর ডিজিটাল সিস্টেমের মাধ্যমে শিক্ষা সংসদকে সবটা জানানোর সুযোগ পাবেন।

আরও পড়ুন : ৩ বছর পেরিয়ে হঠাৎ ভোলবদল, বাদ দিব্যজ্যোতি, নতুন নায়ক-নায়িকা নিয়ে শুরু ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২?

সংসদের সময়ে নির্ধারিত সময়েই মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক ওএমআর শিট এবং আনসার কি প্রকাশ করা হবে। পরীক্ষার্থীর কাছে থাকা আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করে আনসার কি এর সঙ্গে মূল্যায়ন হওয়া উত্তর ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে হবে।