ভোটের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার, সিলেবাস শেষ করার চিন্তায় মাথায় হাত শিক্ষকদের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বছর ঘু্রলেই ২০২৬ এ বিধানসভা নির্বাচন। এখনও ভোটের নির্ঘন্ট প্রকাশ না হলেও রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে হতে পারে নির্বাচন। সেকথা মাথায় রেখেই এবার এগিয়ে আনা হচ্ছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। মার্চের পরিবর্তে ফেব্রুয়ারিতেই হবে পরীক্ষা।

ভোটের জন্য এগিয়ে আসছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) সেমেস্টার পরীক্ষা

মূলত ছয় মাসের পঠনপাঠন শেষে হয় সেমেস্টার পরীক্ষা। কিন্তু ভোটের জন্য দ্বিতীয় সেমেস্টারের সময়সূচীতে হচ্ছে পরিবর্তন। গত সেমেস্টার শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। সেই অনুযায়ী ১৬ মার্চ হওয়ার কথা দ্বিতীয় সেমেস্টারের (Higher Secondary Exam) পরীক্ষা। কিন্তু ভোটের জন্য এগিয়ে আনা হচ্ছে পরীক্ষা। কিন্তু এর জেরে সিলেবাস শেষ করা নিয়ে নতুন দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা।

Higher Secondary Exam semester date changed due to election

হাতে সময় কম শিক্ষকদের: পুজোর কারণে প্রায় গোটা অক্টোবর জুড়েই বন্ধ ছিল স্কুল। সরকারি হিসেব মতো ২৫ অক্টোবর থেকে পঠনপাঠন শুরু হওয়ার কথা স্কুলে। ফেব্রুয়ারিতে পরীক্ষা (Higher Secondary Exam) হলে প্রায় তিন মাস হাতে পাবেন শিক্ষক শিক্ষিকারা। এমতাবস্থায় হয় পরীক্ষা পেছোনোর, নয়তো সিলেবাস কমানোর জন্য সওয়াল করছেন শিক্ষক শিক্ষিকারা।

আরও পড়ুন : হিন্দু ধর্মের অসম্মানের অভিযোগ, হিজাব পরায় বয়কটের ডাক দীপিকাকে

কী বলছেন শিক্ষকরা: শিক্ষকদের মতে, নভেম্বর মাস থেকে পঠনপাঠন শুরু হয়ে গেলেও ৯০ দিন মতো সময় পাওয়া যাবে। এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস (Higher Secondary Exam) অনুযায়ী থিওরি এবং প্র্যাকটিক্যালের সমস্ত পঠনপাঠন শেষ করা সম্ভব নয়। উল্লেখ্য, আগামী ৩-১৩ নভেম্বরের মধ্যে স্কুলগুলিতে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তারপরেই ডিসেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে পঞ্চম থেকে নবম শ্রেণির সামিটিভ পরীক্ষা থাকছে।

আরও পড়ুন : ‘আল্লাহ বা নবিকে যদি…’, প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার ঘটনায় ‘কম কথা বলা’র পরামর্শ প্রাক্তন বিচারপতি কাটজুর

অন্যদিকে ডিসেম্বরের শেষে শীতের ছুটি, জানুয়ারিতেও বিভিন্ন ছুটি, স্কুলগুলিতে ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদির জেরে পঠনপাঠন বিঘ্নিত হতে পারে। তাই পড়ুয়াদের কথা চিন্তা করে সিলেবাসে কাটছাঁট করা বা পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত বলে মনে করেন অনেকে। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (Higher Secondary Exam) তরফে বলা হয়েছে, সরকারের থেকে অনুমতি নিয়েই ২০২৬ সালে পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। সিলেবাস নিয়ে না ভেবে পড়ুয়াদের পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা সংসদ। তবে পরীক্ষার সিলেবাস বা সময় পরিবর্তনের কোনও সুযোগ নেই বলেই জানানো হয়েছে সংসদের তরফে।