মধ্যশিক্ষা পর্ষদের নয়া নির্দেশ! উচ্চমাধ্যমিক পরীক্ষার পর আর ছুটি নয়, পড়ুয়াদের জন্য জারি হল নতুন নিয়ম

Published on:

Published on:

Higher Secondary no break for students after exams classes will start immediately

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার আমূল বদলে ঘটতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। কারণ চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা অনেকটাই কমে যাচ্ছে। এই পরীক্ষা হবে ১ ঘন্টা ১৫ মিনিটের। এমনকি উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা চলাকালীন চলবে ক্লাস। এমনই প্রস্তাবের মান্যতা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের সঙ্গে সঙ্গে স্কুলের অন্যান্য পঠন পাঠন চলুক এই মর্মে কয়েকদিন আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছর থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষার সময়সীমা অনেকটাই কমে যাচ্ছে। যার কারণবশত পরীক্ষা চলাকালী সম্পূর্ণরূপে ক্লাস বন্ধ না রেখে বেলা ১২:৩০ পর থেকে ক্লাস চালু রাখা যেতে পারে নবম দশম ও একাদশ শ্রেণীর।

পরীক্ষার পর শিক্ষার্থীদের জন্য বিরতি নয়, সরাসরি শুরু হবে পাঠদান (Higher Secondary)

উচ্চ মাধ্যমিক পরীক্ষার তর আবার ছাত্র-ছাত্রীকে ক্লাসে ফিরতে হবে। এমনই বিজ্ঞপ্তি দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকলে সেদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে ওই দিনগুলিতে বেলা সাড়ে বারোটা থেকে নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস চলবে। অর্থাৎ যে সমস্ত স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হিসেবে গণ্য করা হবে সেইসব স্কুলের ক্লাস বন্ধ থাকছে না।

এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, চলতি বছর থেকে পরীক্ষার ফরম্যাট পরিবর্তন হয়েছে। যার ফলে পরীক্ষার সময়ও কমেছে। তাই পরীক্ষার দিনগুলিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের স্কুলের সময় যাতে নষ্ট না হয়। সেই কারণেই এই বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছে। এছাড়াও আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার। এই পরীক্ষা গ্রহণ করা হবে ওএমার (OMR) শিটে।

Higher Secondary no break for students after exams classes will start immediately

আরও পড়ুন: পেটের মেদ কমাতে আর কড়া ডায়েট নয়! প্রতিদিন রাতে পান করুন এই পানীয়

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা থাকে। তৃতীয় সেমিস্টার যে স্কুলগুলিতে হবে সেখানে পরীক্ষার পরে ফের সাধারণ ক্লাস শুরু হলে পরের দিনে পরীক্ষার নিরাপত্তা নষ্ট হবার আশঙ্কা থেকে যায়। কারণ প্রত্যেকটি পরীক্ষার্থীর টেবিলে নির্দিষ্ট সিট নাম্বার দেওয়া থাকে। পরীক্ষার পর যদি অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীরা তার ছিড়ে ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই।

এই বিষয়ে পর্ষদের তরফ থেকে জানানো হয়, স্কুল চলাকালীন ওই স্কুলের শিক্ষকদের নজরদারি থাকলে কোন অসুবিধা হওয়ার কথা নয়। এছাড়াও এই পরীক্ষা শেষ হয়ে যাবে বেলা ১১ টায়। অতএব সম্পূর্ণ দিনের জন্য বিদ্যালয় বন্ধ রাখা মানে একটি দিন নষ্ট করা। তবে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বলেন, এই সময় একাদশ শ্রেণির সেমিস্টারের ১ পরীক্ষা চলবে। কিভাবে সেই সময় ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হলো সেটি বুঝতে পারলাম না। একাদশ শ্রেণির পরীক্ষা নিতে হবে সেটি কি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভুলে গেছে।