বাংলা হান্ট ডেস্কঃ বদলাতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (Higher Secondary) ৫০ বছরের পুরনো নিয়মে। এই বছর প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে একাদশ শ্রেণির পড়ুয়ারা। চারটে সেমিস্টারে হবে পুরো পরীক্ষা। ২০২৪ সালে যারা সেমেস্টার পদ্ধতির আওতায় একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল আগামী সেপ্টেম্বরে তারা তৃতীয় সেমেস্টারে বসবে এবং আগামী বছর ফেব্রুয়ারীতে চতুর্থ সেমেস্টার হবে।
এই সেমেস্টার পদ্ধতিতে আসছে একাধিক বদল। সূত্রের খবর, এবার থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারে ছাত্রছাত্রীদের উত্তরপত্রে নাম লেখা চলবে না। শুধু রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়েই পরীক্ষায় বসতে হবে। ওএমআর শিটে পরীক্ষা হবে, আর ভুল করলে বাতিল হয়ে যেতে পারে উত্তরপত্র! স্বচ্ছতা আনতেই এই নয়া নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে সংসদ।
উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার এই নতুন নিয়ম সংক্রান্ত ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (Higher Secondary) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মতোই আমরা চাই ছাত্রদের নাম প্রকাশ্যে না আসুক। পরীক্ষার স্বচ্ছতার জন্যেই এই সিদ্ধান্ত।”
কেন ওএমআর শিটে নাম লেখা যাবে না?
সংসদের ব্যাখ্যা, ওএমআর শিটে নাম লেখার জন্য অনেক ঘর তৈরি করতে হয়। বাংলা, হিন্দি, ইংরেজি নামের জন্য প্রয়োজন পড়ে ২৫-২৬টি ঘরের, যা ওএমআর ফর্মে প্রায় অসম্ভব। তাই এবার থেকে শুধু রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও সিরিয়াল নম্বর লিখতে হবে পরীক্ষার্থীদের। নাম না থাকলে পরীক্ষকরা পক্ষপাতিত্ব করতে পারবেন না, এমনটাই বিশ্বাস সংসদের।
ভুল করলেই বিপদ, বাতিল হবে উত্তরপত্র
ওএমআর শিটে কোনও তথ্য ভুল লিখলে পুরো উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাই এই নতুন পদ্ধতির জন্য ছাত্রছাত্রীদের আগে থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সংসদ। তাদের ওয়েবসাইটে ওএমআর শিটের সফট কপি দেওয়া হয়েছে, যাতে অনুশীলন করে ফর্ম ফিলআপ করতে পারে ছাত্রছাত্রীরা। শিক্ষা সংসদের মতে, আগে থেকেই এই অনুশীলন করলে মূল পরীক্ষায় বিভ্রান্তি কমবে।
আরও পড়ুনঃ ‘নগ্ন করে ভিডিও ভাইরাল করে দেব’, মালদহের বিজেপি নেত্রী কে হুমকি, কারা দিল?
শিক্ষক-শিক্ষিকারা কী বলছেন?
যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, “উচ্চমাধ্যমিকের ইতিহাসে এই প্রথম নাম না লিখেই পরীক্ষা দিতে চলেছে ছাত্রছাত্রীরা। এতে ওদের জন্য অনেকটাই চাপ কমবে। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একেবারে সময়োপযোগী।” পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর থেকে। দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারে মিলিয়ে হবে মূল্যায়ন। এই পদ্ধতির ফলে ফলাফল নির্ধারণ আরও কার্যকরী হবে বলে মনে করছেন অনেকেই।