বাংলাহান্ট ডেস্ক : একাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতি চালু হয়ে গিয়েছিল গত বছর থেকেই। এ বছর প্রথম বার দুবার করে হবে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। এবার প্রকাশ্যে এল থার্ড সেমেস্টারের দিনক্ষণ। পরীক্ষা শুরু এবং শেষের দিন, রুটিন ছাড়াও একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের তরফে।
প্রকাশ্যে এল উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) থার্ড সেমেস্টারের রুটিন
৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে থার্ড সেমেস্টারের পরীক্ষা। চলবে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং শেষ হবে ১১ টা ১৫ তে। ভিজ্যুয়াল আর্ট, ভোকেশনাল এবং মিউজিকের পরীক্ষা (Higher Secondary) ১০ টায় শুরু হয়ে শেষ হবে ১০ টা ৪৫ এ। প্রকাশ করা হয়েছে রুটিনও। ৮ তারিখ প্রথম ভাষার পরীক্ষা, ৯ তারিখ ভোকেশনাল বিষয় এবং ১০ তারিখ দ্বিতীয় ভাষার পরীক্ষা রয়েছে। এরপর ১১ তারিখ রয়েছে অর্থনীতি, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অফ ওয়েলবিং এবং অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা।
কোন দিন কোন বিষয়ের পরীক্ষা: ১২ তারিখ থাকছে ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি এবং এডুকেশন পরীক্ষা, ১৩ তারিখ শনিবার থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, পরিবেশ বিদ্যা, ভিজুয়াল আর্ট, মিউজিক বিষয়ের পরীক্ষা (Higher Secondary)। রবিবার বাদ দিয়ে ১৫ তারিখ সোমবার থাকছে ভূগোল, রসায়ন, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ বিষয়ের পরীক্ষা। ১৮ তারিখ ফিলোজফি, ১৯ তারিখ থাকছে অঙ্ক, জার্নালিজ়ম এন্ড মাস কমিউনিকেশন, এগ্রিকালচার, পার্সিয়ান, আরবি, সংস্কৃত বিষয়ের পরীক্ষা। ২০ তারিখ শনিবার সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি এবং ২২ তারিখ সোমবার থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা।
আরও পড়ুন : প্রথম সপ্তাহেই ছক্কা ‘রাণী ভবানী’র, দুরন্ত কামব্যাক করল ‘পরিণীতা’! টপার হল কে?
জারি হয়েছে একগুচ্ছ নির্দেশ: একগুচ্ছ নির্দেশিকা এবং কড়া নিয়মাবলীও জারি করেছে সংসদ। অনলাইনে প্রকাশিত হবে স্কুলের অ্যাডমিট কার্ড, যা স্কুল থেকেই প্রিন্ট করে বিতরণ করা হবে। বৈধ নথি সঙ্গে থাকলে তবেই ঢোকা যাবে পরীক্ষাকেন্দ্রে (Higher Secondary)। রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে পরীক্ষার্থীদের। রাখা যাবে কালো, নীল রঙের বল পেন, পেন্সিল, স্বচ্ছ পেন্সিল বক্স, ইরেজার, স্বচ্ছ জলের বোতল এবং ক্লিপ বোর্ড। এছাড়া আর কিছু পরীক্ষাকেন্দ্রে নিয়ে ঢোকা যাবে না। ক্যালকুলেটর, পেন ড্রাইভ, লেখা বা ছাপা কাগজ, রাইটিং প্যাড, লগ টেবিল, ইলেক্ট্রিক প্যান বা স্ক্যানার, মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ফোন, মাইক্রোফোন, পেজার, ক্যামেরা, সানগ্লাস, স্মার্ট ওয়াচ, ব্যাগ বা হ্যান্ড ব্য়াগ, হেল্থ ব্যান্ড, কোনও ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে রাখা নিষিদ্ধ।
আরও পড়ুন : খালি হাতে ফিরছে মৎস্যজীবীরা, বাজারে দাম আগুন, এই ৩ কারণেই এবার ইলিশের ‘খরা’ বাংলায়!
অ্যাডমিট কার্ডে উল্লেখ নেই, এমন কোনও বিষয়ের পরীক্ষা (Higher Secondary) থাকলে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তবে সেন্টার সেক্রেটারি সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি সেক্রেটারির সঙ্গে কথা বলতে পারেন এ বিষয়ে। তবে সেটা ব্যতিক্রমী ক্ষেত্রেই। শারীরিক ভাবে অসুস্থ বা সংক্রামিত রোগের ক্ষেত্রে পরীক্ষার্থীকে আলাদা ভাবে বসানোর ব্যবস্থা করতে হবে পরীক্ষককে। শুধুমাত্র কালো এবং নীল রঙের বল পেনই ব্যবহার করা যাবে ওএমআর শিটের ক্ষেত্রে। ওএমআর শিট ভাঁজ করা বা ছেঁড়া কিংবা নোংরা করা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা আগে প্রত্যেক পরীক্ষার্থীকে হলে পৌঁছাতে হবে।