বাংলা হান্ট ডেস্ক: সোমবার সমগ্ৰ দেশজুড়েই পালিত হচ্ছে স্বাধীনতা দিবস (Independence Day)। পাশাপাশি, চলতি বছরের ১৫ আগস্টকে ঘিরে এক বাড়তি উৎসাহ পরিলক্ষিত হয়েছে। এমনকি, গত বছর থেকে শুরু হওয়া “আজাদী কা অমৃত মহোৎসব”-এর মাধ্যমে সম্পন্ন হয় একাধিক অনুষ্ঠানও। পাশাপাশি, সম্প্রতি “Har Ghar Tiranga”-কর্মসূচিরও ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর সেই কারণেই ভারতের প্রতিটি প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে এই দিন।
এছাড়াও, আপনাদের জানিয়ে রাখি যে, এই মহতী দিনে সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ভূস্বর্গের (কাশ্মীর) লাল চকেও একদল যুবকের প্রবল উৎসাহ এবং উদ্দীপনায় ওড়ানো হয় তেরঙ্গা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। যা খুব সহজেই মন জিতে নিয়েছে নেটিজেনদের। তবে, এবার আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না কেউই।
উল্লেখ্য যে, বর্তমান সময়ে আমরা দিনের বেশ কিছুটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটাই। যেখানে মনোরঞ্জনের জন্য বিভিন্ন মজাদার পোস্টের পাশাপাশি মজুত থাকে নিত্য-নতুন ভাইরাল হওয়া সব ভিডিও। এমনকি, সেই সব ভিডিওগুলির মাধ্যমে দেশ-বিদেশের কোথায় কি হচ্ছে তাও একলহমায় জানতে পারা যায়। এমতাবস্থায়, আমরা যে ভিডিওটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটি আজকেই ঘটেছে বলে জানা গিয়েছে।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে: মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি স্কুলে চলছিল অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই সেখানে বাকি পড়ুয়ারাও উপস্থিত ছিল। কিন্তু, সেই সময়ে পড়ুয়াদের একটি কার্যকলাপ দেখে সকলেই অবাক হয়ে যান। ওই অনুষ্ঠানে তারা একটি নাটক উপস্থাপিত করে। যেটিতে দেখা যায়, ভারত মাতার সাজে থাকা এক পড়ুয়ার মাথা থেকে মুকুট খুলে নিয়ে তার পরিবর্তে তাকে হিজাব পরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এরপরে তাকে নামাজ পরতেও বাধ্য করা হয়। পুরোটাই, তারা একটি নাটকের ভিত্তিতে তুলে ধরে।
এদিকে, ভাইরাল হওয়া ওই ভিডিওটির এহেন দৃশ্য দেখেই স্তম্ভিত হয়েছেন সকলে। পাশাপাশি, স্বাধীনতা দিবসের মত বিশেষ দিনে কিভাবে ওই খুদে পড়ুয়ারা এমন নাটক মঞ্চস্থ করল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, লখনউয়ের খালা থানা এলাকায় অবস্থিত মালব্য নগরের শিশু ভারতীয় বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে।
भारतमाँ के सिर का मुकुट हटा कर पहना दिया हिजाब। pic.twitter.com/kLXZkcRQZm
— Sudarshan News (@SudarshanNewsTV) August 15, 2022
এমতাবস্থায়, এই ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে লখনউ পুলিশ কমিশনারেট টুইটের মাধ্যমে জানিয়েছে, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও প্রাপ্ত হয়েছে, যেখানে একটি মেয়েকে তার মাথা থেকে ‘ভারত মাতা’-র মুকুট সরিয়ে নামাজ পড়তে বলা হয়েছে। এই ভিডিওটি পরীক্ষা করে দেখা গেছে যে এটি শিশু ভারতীয় বিদ্যালয়ের ঘটনা। এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুরো ভিডিওটি দেখার পর জানা গেছে সেখানে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছিল।”
— LUCKNOW POLICE (@lkopolice) August 15, 2022
পাশাপাশি, পুলিশ আরও জানায়, “এই নাটকে শিশুদের ধর্মের নামে বিভেদ না করার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয়। যদিও, নাটকটির কিছুটা অংশ টুইট করে বিভ্রান্তি ছড়ানোর কাজটি করা হয়েছে। যাঁরা এমনটি করছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” যদিও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।