খরচ খুবই সামান্য! চলে যান স্বর্গের মত এই হিল স্টেশনে, শান্ত হবে মন, ইচ্ছে করবে না ফিরতেও

বাংলাহান্ট ডেস্ক : এই সপ্তাহে গরম আরো বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আরও দশ দিন বৃদ্ধি করা হয়েছে স্কুলের গরমের ছুটি। এমন অবস্থায় অনেকেই চাইছেন কিছুদিনের জন্য পাহাড়ের শীতল পরিবেশে সময় কাটিয়ে আসতে।

কিন্তু এই মুহূর্তে দার্জিলিং এর মতো বিখ্যাত শৈল শহরগুলিতে তিল ধারনের জায়গা নেই। এমন অবস্থায় অনেকেই নির্জন অফবিট স্থানে ঘুরতে যেতে চাইছেন। অনেকেই এমন কোনো পাহাড়ি জায়গার খোঁজ চালাচ্ছেন যে জায়গাটি একই সাথে মনোরম ও নিরিবিলি। আজ আমরা আপনাদের এইরকম একটি অফ বিট জায়গার সম্বন্ধে বলব।

গরমে এই অফ বিট হিল স্টেশনগুলিতে (Hill Station) আপনারা বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে কিছুদিনের ছুটি কাটিয়ে আসতে পারেন। এই গরমে কয়েক দিনের জন্য আপনারা ঘুরে আসতে পারেন মনোরম সান্তুক (Santook) থেকে। এর আগে অনেকেই এই পাহাড়ি গ্রামের নাম শোনেননি। তাদের বলে রাখি এই গ্রামটি অবস্থিত কালিম্পংয়ে।

এই গ্রামটি খুবই শান্ত ও স্নিগ্ধ। এই গ্রামে গেলে আপনারা হারিয়ে যাবেন এক অন্য অনুভূতির জগতে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই গ্রামটি আদর্শ। এখানে আছে ট্রেকিং করার সুবিধা। কালিম্পং থেকে মোটামুটি ১০ কিলোমিটার দূরে অবস্থিত সান্তুক। এই গ্রামের অবস্থান রেয়িং নদী এবং পায়ুং নদীর মাঝে।

FB IMG 1685603332778

যারা ক্যাম্পিং করতে চান তাদের জন্য এই গ্রামে রয়েছে বিশেষ ব্যবস্থা। এই গ্রামের পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠে গেলে আপনারা পাবেন ক্যাম্পিং সাইট। এই সাইটে আসার জন্য মোটামুটি ৫০ মিটার চড়াই পেরোতে হবে আপনাকে। এই গ্রামের শান্ত পরিবেশ আপনার মনকে আনন্দিত করে তুলবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর