মাত্র ৩০০ টাকাতেই শুরু দাম! কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বে অবিশ্বাস্য কম টাকায় মিলছে টাটকা ইলিশ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ইলিশ (Hilsa Fish) নিয়ে বাঙালির উচ্ছ্বাসের শেষ নেই। বিশেষ করে পুজোর সময় রূপোলি শষ্যের চাহিদা থাকে সর্বোচ্চ। তাই প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকে এসেছে পদ্মার ইলিশ। ইতিমধ্যেই কলকাতা এবং অন্যান্য জায়গার বাজারে মিলছে বাংলাদেশের ইলিশ (Hilsa Fish)। তবে এখনও দাম কমেনি তেমন। মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে গিয়েছে ইলিশ মাছ।

অত্যন্ত কম দামে মিলছে ইলিশ মাছ (Hilsa Fish)

তবে এবার ভোজনরসিকদের জন্য এল বড় সুখবর। মাত্র ৩০০ টাকাতেই মিলছে মাছের রাণী। হ্যাঁ অবাক লাগলেও এমনটাই সত্যি। কাকদ্বীপেই মিলছে ৩০০ টাকা কেজি দরে ইলিশ (Hilsa Fish)। কাকদ্বীপ পালবাজার মৎস্য বাজার সূত্রে খবর, ইলিশের দাম শুরু হচ্ছে মাত্র ৩০০ টাকা থেকে। ৮০০ টাকা পর্যন্তও মিলছে ইলিশ।

Hilsa fish available in just 300 rs

কত দাম ইলিশের: জানা যাচ্ছে, ৮০০-৯০০ গ্রাম ওজনের মাছ পাওয়া যাচ্ছে ১৪০০ টাকায়। ১ কেজির বেশি হলে দাম পৌঁছাচ্ছে ২০০০ টাকা প্রতি কেজি। আরও জানা যাচ্ছে, ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ (Hilsa Fish) পাওয়া যাচ্ছে মাত্র ৬০০ টাকায়। স্বাদেও বেশ ভালো। তবে ক্রেতাদের ঝোঁক মূলত ৩০০ টাকার ইলিশের (Hilsa Fish) দিকে।

আরও পড়ুন : ‘দক্ষিণী স্টাইলে সাজানো ঝুলন’, রঘু ডাকাত নিয়ে পরপর খোঁচা দেবকে, রাজনীতি ছেড়ে কি এবার ফিল্মি জগতে কুণাল?

কেমন স্বাদ ইলিশের: যদিও ৩০০ টাকার ইলিশ বেশি বড় আকারের পাওয়া যাবে না। জানা যাচ্ছে, ৩০০ গ্রামের থেকে ছোট সাইজের ইলিশের (Hilsa Fish) দাম রয়েছে ৩০০ টাকা। এবার প্রথম থেকেই আবহাওয়া প্রতিকূল থেকেছে ইলিশ ধরার ক্ষেত্রে। পুজোর মুখেও ভোগাচ্ছে বৃষ্টি।

আরও পড়ুন : মুম্বইয়ের বুকে একটুকরো বাংলা, মুর্শিদাবাদের ঢাকি, প্রতিমার সাবেকি সাজ আর অষ্টমীর খিচুড়ি নিয়ে অভিজিতের পুজো

মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া যদি খারাপ না থাকে তবে আরও মাছ জালে উঠত। এখনও অবশ্য অনেক ট্রলার তীরে ফিরছে। সেগুলি মাছ নিয়ে ফিরলে দাম আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালে আসবে বলেই আশা করা হচ্ছে।