জালে ধরা পড়ল ৩ কেজি ৪০০ গ্রামের ইলিশ বিক্রি, দাম শুনলে চোখ কপালে উঠবে সবার

Published on:

Published on:

Hilsa Fish record sale of 3.4 kg hilsa fish lovers shocked

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর ইলিশ মরশুমের প্রথম থেকে চাহিদা ছিল। তার উপর এখন বড় ইলিশের (Hilsa Fish) দেখা পাওয়া আর অমাবস্যার রাতে আকাশের চাঁদের দর্শন অনেকটা এক রকমের হয়ে গিয়েছে।এমনকি, গত কয়েক বছরে ২ কেজির ওপরে ইলিশ দেওয়ার ভাবে দেখাও মিলছে না বলে আফসোস ছিল মৎস্যজীবীদের। তবে এবার লক্ষীপুরের রামগতি জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৩ কেজি ৪০০ গ্ৰাম ওজনের পেল্লাই সাইজের ইলিশ। যার ফলে খুশি মৎস্যজীবীরা।

৩.৪ কেজির ইলিশের রেকর্ড বিক্রয়, মাছপ্রেমীরা হতবাক (Hilsa Fish)

ইলিশ (Hilsa Fish) নিয়ে বাঙালির উচ্ছ্বাসের শেষ নেই। বিশেষ করে পুজোর সময় রূপোলি শষ্যের চাহিদা থাকে সর্বোচ্চ। তাই প্রতিবারের মতো এই বছর রূপলি সর্ষের চাহিদা প্রথম থেকেই ছিল। যদিও উৎসবের মরশুমে কলকাতা এবং অন্যান্য জায়গার বাজারে মিলছে বাংলাদেশের ইলিশ (Hilsa Fish)। তবে এখনও দাম কমেনি তেমন। মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে গিয়েছে ইলিশ মাছ (Hilsa Fish)।

Hilsa Fish record sale of 3.4 kg hilsa fish lovers shocked

আরও পড়ুন: ভুরিভোজের পর টেনশন নয়! ওজন ঝরাতে টক দই যথেষ্ট,জানুন পুষ্টিবিদদের মতামত

এর মাঝেই, এবার লক্ষীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রামের বড় সাইজের ইলিশ (Hilsa)। পরে আড়তে এই মাছের নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে ওই বড়ো সাইজের ইলিশ (Hilsa) মাছটি। জানা যায় ওই বিশাল সাইজের মাছটি দেখতে যথারীতি বাজারে ভিড় জমে গিয়েছিল।

এছাড়াও তিন দিন আগে, ১০ জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন রামগতি উপজেলার চারগাজী ইউনিয়নের মৎস্যজীবী মফিজ মাঝি। গত বৃহস্পতিবার রাতে জাল তোলার সময় চক্ষু চরক গাছ হয় যথারীতি তাদের। কেননা তাদের জালে ধরা পড়ে ওই বড়ো সাইজের ইলিশ (Hilsa) মাছটি।

এই বিষয়ে তিনি জানান শুক্রবার ওই বড় সাইজের ইলিশ মাছটি নিয়ে রামগতির মাছের আড়তে আসেন মজিদ ও তার সঙ্গীরা। সেই মাছটিকে ওজন করে দেখা যায় সেটি তিন কেজি ৪০০ গ্রামের হয়। এরপরই মাছটিকে তোলা হয় নিলামে। নিরামিষ সর্বোচ্চ দাম হাকেন স্থানীয় ব্যবসায়ী অজি উল্যাহ। তিনি দশ হাজার টাকা দিয়ে এই মাছটি কেনেন। তার মতে স্থানীয় বাজারে এত বড় সাইজের ইলিশের (Hilsa Fish)চাহিদা নেই। তবে ঢাকার বড় ইলিশের অনেকের চাহিদা রয়েছে। তাই এই মাছটিকে ঢাকায় পাঠাবো। আশা করছি ১৪ থেকে ১৫ হাজার টাকায় বেঁচতে পারবো।