ভরা মরশুমে ইলিশের আকাল, বিক্রি কমেছে হু হু করে, নেপথ্যে কোন বড় কারণ?

Published on:

Published on:

Hilsa Fish
Follow

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ইলিশের (Hilsa Fish) আকাল। বাংলাদেশে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ইলিশের ভরা মরসুম চলছে এখন। প্রতি বছর এই সময় প্রচুর সংখ্যায় ইলিশ ধরা পড়ে জালে। গত বছরও এই সময় প্রচুর পরিমাণে ইলিশ প্রাপ্তি হয়েছিল মৎস্যজীবীদের। গড়ে ৮০০-৯০০ গ্রামের ইলিশ (Hilsa Fish) ধরা পড়েছিল জালে। এমনকি ২০০০ এর বেশি গ্রাম ওজনের মাছও উঠেছিল জালে। কিন্তু এবারে সবটাই উলটপুরাণ।

ইলিশের (Hilsa Fish) আকার কমছে লক্ষণীয় ভাবে

মাছ ধরতে সমুদ্রে গেলেও খালি হাতেই ফিরতে হচ্ছে ট্রলারগুলিকে। কিছু ট্রলার ইলিশ নিয়ে ফিরলেও ওজন অনেকটাই কম, বড়জোর ৩০০-৪৫০ গ্রাম। জানা যাচ্ছে, গত ছয় সাত মাস ধরে নানান কারণে সমুদ্রে গিয়েও দেখা মেলেনি ইলিশের। প্রচুর লোকসানের মুখে পড়তে হয়েছে মৎস্যজীবীদের। এখনও চলছে ইলিশের মন্দা। এই পরিস্থিতি আর কতদিন চলবে তারও কোনও নিশ্চয়তা নেই।

 

Hilsa fish size decreased for two reasons

কত পরিমাণ ইলিশ ধরা পড়েছে: বাংলাদেশ মৎস্য বিভাগের দেওয়া তথ্য বলছে, বর্তমানে বিভিন্ন পয়েন্টে ৮-১০ মেট্রিক টন করে ছোট আকারের ইলিশ (Hilsa Fish) ধরা পড়ছে। কিন্তু গত অক্টোবর নভেম্বরেও তা ছিল দৈনিক গড়ে ২০ মেট্রিক টন। গত আর্থিক বর্ষে কক্সবাজার জেলায় ইলিশ আহরণ হয়েছিল ৪০ হাজার ৪৪৮ মেট্রিক টন। আর চলতি অর্থবর্ষে ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার টন।

 আরও পড়ুন : ফের বন্ধ হতে চলেছে বিদ্যাসাগর সেতু! কোন সময় থেকে আর গাড়ি নিয়ে ঢোকা যাবে না, জানুন

কমে গিয়েছে বিক্রি: রিপোর্ট বলছে, সাগর থেকে যে ১৫-২০ টি ট্রলার মাছ ধরে ফিরেছে তার মধ্যে ৭ টি ট্রলার এনেছে ২০০-৭০০ টি মাছ। অন্যান্য অনেক সামুদ্রিক মাছই ধরা পড়েছে জালে। কিন্তু ইলিশের চাহিদাই আলাদা। ৩৫০-৪০০ গ্রামের ইলিশ (Hilsa Fish) ধরা পড়েছে ৬০০ টি, যা বিক্রি হয়েছে ২ লক্ষ ১৫ হাজার টাকায়। অথচ গত বছর এই সময়েই সাগরে জাল ফেলে ৮০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ধরা পড়েছিল। বর্তমানে অধিকাংশ ৩৫০-৪৫০ গ্রামের ইলিশ পাইকারি দরে বিকোচ্ছে প্রতি কেজি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। কিন্তু ইলিশের আকার এত ছোট হওয়ার কারণ কী?

আরও পড়ুন : TRP তালিকায় নাম নেই, নতুন মেগার কোপে পরপর দুই সিরিয়াল বন্ধ জি বাংলায়

মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, মূলত দুটি কারণেই কমছে ইলিশের আকার। নদী ও সাগরের দূষণের পাশাপাশি অক্সিজেনের অভাবও এর অন্যতম কারণ। সেই সঙ্গে বৃষ্টি কম হওয়ার কারণেও ছোট হয়ে যাচ্ছে ইলিশের আকার। তথ্য বলছে, চলতি ডিসেম্বর মাসের প্রথম নয় দিনে ৯৪.১১ মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে। অক্টোবরে ইলিশ বিক্রি হয়েছিল ২১০ মেট্রিক টন। সেখানে গত বছর অক্টোবরে ইলিশ বিক্রির পরিমাণ ছিল ৩০৫ মেট্রিক টন। এ বছর বিক্রি কমেছে ৯৫ মেট্রিক টন। ইলিশের আকার এত কেন কমে যাচ্ছে সে বিষয়ে গবেষণা দরকার বলে মত মৎস্যজীবীদের।