বাংলা হান্ট ডেস্ক: চলছে বর্ষাকাল। তার উপর গত কয়েকদিন ধরে নিন্মচাপের ভ্রুকুটির জেরে সমুদ্র যেতে পারছিল না মৎস্যজীবীরা। আর এই খারাপ আবহাওয়ার জেরে বড়সড় প্রভাব পড়েছে ইলিশের (Hilsa Fish) বাজারে। তবে এই আবহাওয়ার ওপার বাংলায় উঠলো প্রায় আড়াই কেজির রূপলি শস্যের (Hilsa Fish)। এত বড় রূপলি শস্য দেখে যথারীতি ভিড় জমায় স্থানীয়রা। আর এই রুপোলি শস্যের দাম প্রায় ১২ হাজার টাকা।
ওপার বাংলায় জালে উঠল পেল্লায় সাইজের পদ্মার ইলিশ (Hilsa Fish)
ভোজনরসিকদের কাছে ইলিশ মাছের (Hilsa Fish) চাহিদা বরাবর বেশি। তার উপর পদ্মার ইলিশের (Hilsa) চাহিদা বড়াবড় বেশি। তাছাড়া এই মাছের ব্যবসার আসায় প্রতিবছর মৎস্যজীবীরা থাকে। সূত্রের খবর, শনিবার ভোরে বাংলাদেশের (Bamgladesh) চরকর্ণেশন কলাবাগান এলাকায় মৎস্যজীবী জাহাঙ্গির হালদারের জালে ধরা পড়ে বিশালাকার এক ইলিশ (Hilsa)।
এই মাছটির ওজন ছিল প্রায় ২ কিলো ৪০০ গ্রাম। এই বড় মাছের খবর পাওয়া মাত্রই দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ মাছটি (Hilsa Fish) কেনেন ১২ হাজার ৪৮০ টাকা দিয়ে।
আরও পড়ুন: সবুজের সমারোহের মাঝে ঘুরে আসতে পারেন মহারাষ্ট্রের এই জায়গা থেকে, মন ভালো হয়ে যাবে
এই বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, জাহাঙ্গীর হালদারের কাছ থেকে ২ হাজার ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি তিনি ১২ হাজার ৪৮০ টাকা দিয়ে কিনেছেন। কেজিতে কিছুটা লাভ রেখে ঠাকুরগাঁও জেলায় ইলিশ (Hilsa) মাছটি (Fish) বিক্রি করে দিয়েছেন।
তবে, চলতি বছরের মরশুমের প্রথম থেকেই ইলিশের (Hilsa) আকাল দেখা দিয়েছে। এই ইলিশের (Hilsa Fish) সংকট পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির জন্য সেদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রককে চিঠি দিতে চলেছে বাংলার ‘ফিশ ইমপোর্টার্স (West Bengal state fish association) অ্যাসোসিয়েশন। শুধুমাত্র চিঠি নয়, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে একদল প্রতিনিধি দলও পাঠিয়েছিলেন ভারত (India)।