বাংলাহান্ট ডেস্ক : এবার ইলিশের (Hilsa Fish) মরশুমে মাছের পর্যাপ্ত যোগানের ক্ষেত্রে উত্থান পতন দেখা গিয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে নদীর নাব্যতা কমে যাওয়া, দূষণের মতো একাধিক কারণে ইলিশ (Hilsa Fish) কম ধরা পড়েছে। কিন্তু তাতেও অবশ্য ভোজনরসিকদের রোখা যায়নি মাছ কেনা থেকে। চড়া দাম দিয়ে হলেও পছন্দের ইলিশ মাছটি কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। আর এবার বাংলাদেশে ইলিশের (Hilsa Fish) যা দাম উঠল তাতে হতভম্ব হয়ে গিয়েছেন সকলেই।
বড় আকারের ইলিশ (Hilsa Fish) ধরা পড়ল বাংলাদেশে
ইলিশের (Hilsa Fish) জন্য জনপ্রিয় বাংলাদেশ। পদ্মা, মেঘনার রূপোলি শষ্যের স্বাদই আলাদা। এবার বাংলাদেশের দক্ষিণের জেলা পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে আড়াই কেজি ওজনের ইলিশের (Hilsa Fish) জন্য উঠল চড়া দাম। জানা গিয়েছে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়া মাছটি নৌ বন্দরের ফয়সাল ফিসে নিলাম হয়।
কত দামে বিকোলো ইলিশ: মৎস্য ব্যবসায়ীরা জানান, বড় সাইজের ইলিশ (Hilsa Fish) তেমন পাওয়া যায় না। খোলা বাজারে নিলাম হয় এই মাছটি। তিনি জানান, প্রতি কেজিতে দাম ওঠে ৫৬০০ টাকা। হিসেব মতো আড়াই কেজির ইলিশ (Hilsa Fish) মাছটির মোট দাম ওঠে ১৪ হাজার টাকা। এক মৎস্য আধিকারিক বলেন, এখন সমুদ্রের পাশাপাশি উপকূলেও মিলছে বড় আকারের ইলিশ।
আরও পড়ুন : অঙ্কে Msc ডিগ্রি! ব্যবসায় লাগালেন বিশেষ ফর্মুলা, এখন কোটি কোটি টাকা উপার্জন করছেন হরিয়াণার অক্ষয়
ইলিশের চাহিদা তুঙ্গে: নোয়াখালী জেলাতেও বিক্রি হয়েছে প্রচুর ইলিশ। হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৮০ টি ইলিশ (Hilsa Fish) বিক্রি হয়েছে মোট ২ লক্ষ ১৩ হাজার টাকায়। নিলাম করে বিক্রি হয়েছে মাছগুলি। তার মধ্যে কিছু কিছু ইলিশের (Hilsa Fish) ওজন আড়াই কেজিরও বেশি ছিল বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : ফের পুলিশের নোটিস, উত্তাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, ‘পরিকল্পিত বাধা’ দেওয়ার অভিযোগ তুললেন সজল ঘোষ
আড়তের মালিক বলেন, মাছের মান এবং আকার ভালো হওয়ায় দাম ওঠে চড়া। মৎস্যজীবীরাও কষ্ট করে মাছ ধরেন। ভালো দাম পেলে তাঁরাও খুশি হন।