পুজোর উপহার! বাংলাদেশ পাঠাল পদ্মার ইলিশ, জলের দরে বিকোচ্ছে বাজারে

অবশেষে ভারতে (india) এল বাংলাদেশের (Bangladesh) ইলিশ। এক বছর পর আবারও ভারতের জন্য ইলিশ পাঠাল হাসিনা সরকার। পেট্রাপোল বন্দর দিয়ে গতকালই ভারতে এসেছে ১২ টন ইলিশ। ইতিমধ্যেই কলকাতায় জলের দরে বিক্রি হতে শুরু করেছে তা।

images 17 7
ইলিশ

পাতিপুকুর বাজারে এসেছে বাংলাদেশের ১ টন ইলিশ। যার ওজন ৮০০ থেকে ১২০০ গ্রাম। রয়েছে ছোট ইলিশও। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে। অন্যদিকে বড় ইলিশের দাম কেজি প্রতি ১২০০ টাকা।

images 79 2
তিস্তার জলবন্টন নিয়ে সমস্যার জেরে বাংলাদেশ সরকার তাদের জাতীয় সম্পদ ইলিশ রপ্তানি বন্ধ করেছিল এদেশে। যার ফলে পদ্মার ইলিশের অপূর্ব স্বাদ থেকে বঞ্চিত সাধারণ মানুষ। ২০১২ থেকেই বন্ধ ইলিশ ছিল আমদানি। তবে গত বছরও পুজোর আগে ইলিশ পাঠয়েছিল বাংলাদেশ।

এবার বাংলাদেশ থেকে আসছে মোট ১৪ টন পদ্মার ইলিশ। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই ইলিশ রপ্তানিকে অবশ্য এপার বাংলাকে ওপার বাংলার দুর্গোৎসবের উপহার হিসাবেই দেখছেন।

প্রসঙ্গত, লকডাউনের জেরে এবার ইলিশ মরশুমের একটা বড় সময় সমুদ্রে যেতে পারেন নি মৎস্য আহরণকারীরা। লকডাউন উঠলেই বঙ্গোপসাগরে উপর্যুপরি নিম্নচাপ ইলিশ আহরণে বারবার বাধা সৃষ্টি করেছে। একই সাথে ভারতে বর্ধিত ডিজেলের দামের কারনে ট্রলার নিয়ে বেশিক্ষণ সমুদ্রে ভাসতে পারছে না মৎস্যজীবিরা।

সব মিলিয়ে ইলিশের দাম ছিল এবার আকাশছোঁয়া। পুজোর ঠিক আগেই ওপার বাংলার পদ্মার ইলিশ এসে এবার সেই চাহিদা মেটাল বলেই মনে করছেন ভোজন রসিকরা।

 


সম্পর্কিত খবর