‘সুফল বাংলা’ দোকানে পাওয়া যাবে কম দামে ইলিশ, রাজ্যবাসীকে অভিনব উপহার মমতা সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলাদেশ (bangladesh) ভারতের কূটনৈতিক টানাপোড়েনের জেরে পাতের ইলিশে (hilsa) টান পড়েছে বাঙালির। তার ওপর উপর্যুপরি নিম্নচাপের কারনে বাংলায় ইলিশে হাত দিতেও ভয় পাচ্ছে নিম্নবিত্ত বাঙালি। কিন্তু ভরা বর্ষায় একটুকরো ইলিশ পাতে না পড়লে কি ভালো লাগে? এবার রাজ্যবাসীর জন্য বড় উপহার নিয়ে এল মমতা ব্যানার্জির সরকার। ‘সুফল বাংলা’র দোকানে এবার কম দামেই পাওয়া যাচ্ছে টাটকা সুস্বাদু ইলিশ মাছ।

images 79 2

সুফল বাংলার দোকানে সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট মূল্যে বিভিন্ন সব্জি, ফল ও মাছ বিক্রি হয়। এবার সেই তালিকায় ঢুকে গেল ইলিশও৷ জানা যাচ্ছে, এই জন্য ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের কৃষি ও উৎপাদকদের সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এক আধিকারিকের কথায় তারা চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছে। ইতিমধ্যেই সুফল বাংলার স্টল সংখ্যা সারা বাংলায় ৩০০ ছাড়িয়েছে। এই স্টলগুলিতে পাওয়া প্রোডাক্টের সংখ্যাও ১৬৯.

প্রসঙ্গত, লকডাউনের কারনে ইলিশ (hilsa) ধরবার প্রথম মরশুমে ইলিশ আহরণে যেতে পারেন নি মৎস্যজীবিরা। কিন্তু জুলাই মাসের শেষ থেকে ঝাঁকে ঝাঁকে বেশ বড় মাপের ইলিশ পড়ছে বাংলাদেশের (Bangladesh) জেলেদের জালে। কিন্তু দুই দেশের রাজনীতির ফাঁসে তা পাতে পড়ছে না এপার বাংলার মানুষের।

তিস্তার জলবন্টন নিয়ে সমস্যার জেরে বাংলাদেশ সরকার তাদের জাতীয় সম্পদ ইলিশ রপ্তানি বন্ধ করেছে এদেশে। যার ফলে পদ্মার ইলিশের অপূর্ব স্বাদ থেকে বঞ্চিত সাধারণ মানুষ। পদ্মার ইলিশ চেখে দেখার জন্য হাপিত্যেশ করে বসে আছে সাধারণ মানুষ।

গতবছর পুজোর আগে শেষ ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে। তারপর থেকে বন্ধ রপ্তানি। বাংলাদেশে সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুরে টন টন ইলিশ মজুত করা হচ্ছে । ৩০ থেকে ৩৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে ১ কিলো ইলিশের প্রতি মণ৷ প্রচুর পরিমানে উঠেছে আরো অনেক সামুদ্রিক মাছ । যার ফলে লকডাউনে ধুঁকতে থাকা সেদেশের মৎস্যজীবিরা কিছুটা লাভের মুখ দেখতে চলেছেন।

অন্যদিকে, ঘূর্ণাবর্ত এর জেরে মৎস্যজীবিদের ফের একবার সমুদ্র থেকে ফিরে আসার উপদেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। ১৫ জুন মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা ওঠার পর রীতিমতো আশা নিয়ে ইলিশ আনতে সমুদ্রে গিয়েছিলেন মৎস্যজীবীরা।  কিছু ট্রলার ফিরে এসেছিল বেশ ভাল পরিমাণ ইলিশ নিয়ে। তাতে আরও আশার আলো দেখা গিয়েছিল মৎস্য ব্যবসায়ীদের মধ্যে। কিন্তু বারবার খারাপ আবহাওয়ার কারনে তা ভেস্তে যাচ্ছে।

পাশাপাশি ভারত জুড়ে বেড়েছে ডিজেলের দাম৷ যার কারনে বেশিক্ষণ ট্রলার নিয়ে সমুদ্রে থাকতে পারছেন না। ফলে ইলিশ আহরণেও বাধা সৃষ্টি হচ্ছে।

 

সম্পর্কিত খবর