হিমাচলে কার সরকার, কার মাথায় উঠবে মুকুট! নির্বাচনে আগে সমীক্ষায় ধরা পড়ল জনতার মুড

বাংলাহান্ট ডেস্ক: ভোটযুদ্ধের দামামা বেজে উঠেছে হিমাচল প্রদেশে। পাহাড়ি রাজ্যটি আপাতত সরগরম হয়ে রয়েছে আসন্ন নির্বাচনের উত্তাপে। আর মাত্র দু’দিন। তারপরেই হিমাচলের ভোটাররা ইভিএম-এ মতদান করবেন। তাঁরা বেছে নেবেন তাঁদের আগামী সরকার। আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশ-সহ চার রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Elections 2022)। আগামী ৮ ডিসেম্বর গণনার দিন হিসেবে ধার্য করা হয়েছে। সেদিন বোঝা যাবে, কোন কোন দলের দখলে যেতে চলেছে এই চার রাজ্যের তখত।

নির্বাচনের আবহে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা। বৃহস্পতিবার তেমনই চারটি সমীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। একটি সমীক্ষার দাবি, এ বার বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আবার কোনও সমীক্ষা বলছে, গত ৩৭ বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় বারের জন্য সরকার গড়বে গেরুয়া শিবির। দেখে নিন কোন সমীক্ষা কী বলছে। কার দখলে যাবে হিমাচল?

এবিপি নিউজ ও সি ভোটার-এর যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে, যে কোনও দিকে যেতে পারে এ বারের নির্বাচনের ফলাফল। এই সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। শাসক দল বিজেপি-কে জোর টক্কর দিতে পারে কংগ্রেস। মনে করা হচ্ছে, ৬৮ টি আসনের বিধানসভায় বিজেপি পেতে পারে ৩১ থেকে ৩৯ টি আসন। অন্যদিকে, কংগ্রেসও ২৯ থেকে ৩৭ টি আসন পেতে পারে। তবে আম আদমি পার্টির ভাগ্যে খুব একটা কিছু জুটবে না।

Himachal Elections 2022

কেজরিওয়ালের দলকে শূণ্য থেকে একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অন্যান্যরা শূণ্য থেকে ৩ টি আসন পেতে পারে। সমীক্ষা অনুযায়ী, ৪৫ শতাংশ ভোট যেতে পারে গেরুয়া শিবিরে। পাশাপাশি, ৪৪ শতাংশ ভোট পেতে পারে ভারতের ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’।

ইন্ডিয়া টিভি ও ম্যাটারাইজ-এর যৌথ সমীক্ষা অনুসারে, হিমাচলে ফের সরকার গড়বে শাসক দল বিজেপি। এই সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপি ৩৮ থেকে ৪৩ টি আসন পেতে পারে। একইসঙ্গে কংগ্রেস পেতে পারে ২৪ থেকে ২৯ টি আসন। একটি থেকে ৩ টি আসন যেতে পারে অন্যান্যদের খাতায়।

একইভাবে একটি সমীক্ষা চালিয়েছে জি নিউজ ও দর্পণ। তাতে দেখা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। এই বুথ ফেরত সমীক্ষা অনুসারে, গেরুয়া শিবির দখল করবে ৪০ টি আসন। কংগ্রেস আশা করছে, তারা এ বার ক্ষমতায় আসতে পারে।

তবে এই সমীক্ষায় দেখা গিয়েছে, তাদের খাতায় জুটবে ২৬ টি আসন। অর্থাৎ হিমাচলের তখত থাকবে বিজেপি-র হাতেই। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এই নির্বাচনে নিজেদের খাতা খুলতে পারবে না। অন্যান্যরা শূণ্য থেকে ২ টি আসন পেতে পারে।

Himachal Elections voting

রিপাবলিক ইন্ডিয়া ও পি মার্ক যৌথভাবে একটি বুথ ফেরত সমীক্ষা চালায়। এই সমীক্ষাতেও দেখা গিয়েছে, হিমাচলে এ বার দ্বিতীয় বারের জন্য সরকার গড়বে বিজেপি। সমীক্ষা অনুসারে, গেরুয়া শিবির ৩৭ থেকে ৪৫ টি আসন পেতে পারে। অন্যদিকে, ২২ থেকে ২৮ টি আসন যেতে পারে কংগ্রেসের খাতায়। আম আদমি পার্টি একটি আসন পেতে পারে। 

এই সমীক্ষা অনুসারে, বিজেপি-র পক্ষে ভোট দেবেন ৪৫.২ শতাংশ মানুষ। একইসঙ্গে কংগ্রেসের পক্ষে মতদান করবেন ৪০.১ শতাংশ মানুষ। আম আদমি পার্টির উপর ভরসা রাখতে পারেন ৫.২ শতাংশ মানুষ। অন্যান্যরা পেতে পারে ৯.৫ শতাংশ ভোট।

প্রসঙ্গত, ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৪ টি আসন জিতেছিল। একইসঙ্গে কংগ্রেস জিতেছিল ২১ টি আসন। অন্যান্যদের ভাগ্যে জুটেছিল ৩ টি আসন। তবে এর ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ ২০১২-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৩৬ টি আসন নিয়ে সরকার গড়েছিল। একইসঙ্গে বিজেপি পেয়েছিল ২৬ টি আসন। অন্যান্যরা ৬ টি আসন পেয়েছিল। 

Subhraroop

সম্পর্কিত খবর