নেহা কক্করের সাথে ব্রেকআপ নিয়ে অবশেষে মুখ খুললেন হিমাংশ কোহলি

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের সঙ্গে অভিনেতা হিমাংশ কোহলির বিচ্ছেদ নিয়ে একসময় জোর গুঞ্জন শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে বহুবার নেহাকেও দেখা গিয়েছে আবেগাপ্লুত হয়ে পড়তে। হিমাংশকে নানা কথা, সমালোচনাও শুনতে হয়েছে এই জন্য। কিন্তু এতদিন আশ্চর্যজনক ভাবে চুপ ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন হিমাংশ। জানালেন, বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল নেহারই।

হিমাংশ জানান, নেহার সঙ্গে সম্পর্কের বিষয়টা নিয়ে বেশ সিরিয়াস ছিলেন তিনি। এমনকি ভেবেছিলেন বিয়েও করবেন নেহাকে। কিন্তু শেষপর্যন্ত নেহার ইচ্ছাতেই বিচ্ছেদটা হয়। নেহার সঙ্গে সময় কাটানোর জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজ ছেড়েও তিনি ঘুরতে গিয়েছেন। তিনি আরও জানান, এই বিচ্ছেদের জন্য সবাই তাঁকেই দায়ী করতেন। এই বিচ্ছেদটা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব হলেও মানুষের সমালোচনা মেনে নেওয়া সম্ভবপর ছিল না। তবে এখন সেই বিষয়টা অনেকটাই কমে গিয়েছে।

4566588

হিমাংশ দাবি করেন, নেহার জন্য সবাই তাঁকেই দোষী করেছেন। নেহা রিয়েলিটি শোয়ের মঞ্চে কেঁদেছেন আর তার জন্য সবাই তাঁকেই দায়ী করেছেন। তিনিও কাঁদতে চেয়েছেন কিন্তু শক্ত থেকেছেন। তাঁকে সবাই নেহার প্রাক্তন বলে সম্বোধন করেন। এতে কঠোর আপত্তি হিমাংশের। তাঁর দাবি, নেহার সঙ্গে অভিনয়ে আসার পরেই তাঁর দেখা হয়। তা সত্ত্বেও অনেকে বলেন, তিনি নাকি নেহাকে ব্যবহার করেছেন। কিন্তু যেকটি ছবি তিনি করেছেন সেই সবকটিই বেশ সফলতা পেয়েছেন।

Neha Kakkar Ex Boyfriend Himansh Kohli Robbed in Venice 1280x720 1

তবে শেষপর্যন্ক নেহা স্বীকার করেছেন যে হিমাংশ তাঁর সঙ্গে বিশ্বাসাঘাতকতা করেননি। এতেই খুশি অভিনেতা। তবে নেহা ও আদিত্যের বিয়ের গুঞ্জন নিয়ে কোনও মন্তব্য করেননি হিমাংশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর