অমিত শাহকে প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদীকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হিমন্ত বিশ্বশর্মা! ভিডিও ঘিরে শোরগোল

বাংলাহান্ট ডেস্ক : মঞ্চে উপস্থিত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অসমে বিজেপি সরকারের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা! কিন্তু অমিত শাহের সামনেই এ কী বলে বসলেন তিনি! অসমের মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল স্যোশাল মিডিয়ায়। তা নিয়ে তুমুল জল্পনাও শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

কিন্তু ঠিক কী বলেছেন তিনি? এদিনের এই অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীকে স্বরাষ্ট্র মন্ত্রী এবং অমিত শাহকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করে বসেন। এদিন তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহ, আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্র মন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে অভিনন্দন জানাই। আর এহেন বক্তব্য সামনে আসার প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় সেটি।

১৪ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটিকে নিয়েই আপাতত চূড়ান্ত অস্বস্তিতে কেন্দ্রীয় শাসক দল। ইতিমধ্যেই ড্যামেজ কন্ট্রোল করে সাফাই দিতে নেমেছে বিজেপি। নাম অনিচ্ছুক এক বিজেপি নেতার দাবি, নেহাতই মুখ ফসকেই এমনটি বলে ফেলেছেন হিমন্ত বিশ্ব শর্মা।

যদিও বিজেপিকে তোপ দাগার এহেন সুযোগ ছাড়তে মোটেই রাজি নয় কংগ্রেস। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে তারা। তাদের দাবি, পরবর্তী প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই বেছে নিয়েছে বিজেপি। কংগ্রেসের তরফে একটি ট্যুইট করে দাবি করা হয়, ‘সর্বানন্দ সোনওয়াল অসমের মুখ্যমন্ত্রী থাকাকালীন অসমের এক সাংসদ পল্লব লোচন দাস একাধিকবার জনসমক্ষে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেন। পরে নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন সেই বিশ্ব শর্মাই। এবার কি তবে নরেন্দ্র মোদীর পরিবর্তে পরবর্তী প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছে বিজেপি? তাই কি অমিত শাহকে প্রধানমন্ত্রী হিসেবে প্রচার করা চলছে আগে ভাগেই?’


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর