মন্তব্যের ভুল ব্যাখ্যা, ‘বাঙালি বিরোধী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে! TMC-র বিরুদ্ধে অভিযোগ হিমন্ত বিশ্বশর্মা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলাভাষী এবং অনুপ্রবেশকারী বিষয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তাঁকে ‘বাঙালি বিরোধী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সংবাদ মাধ্যমে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে ছড়ায় বিতর্ক। তাঁর বিরুদ্ধে আঙুল তুলে মুখ খোলেন তৃণমূল। এবার পালটা বাংলার শাসক দলকেই বিঁধে অভিযোগ তুললেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী।

মন্তব্যকে বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma)

হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, অসমে বসবাসকারী বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয়ই তাঁর সরকারের অবস্থান বোঝেন এবং বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে সরকারের অবস্থানকে তারা সমর্থনও করেন। কিন্তু তৃণমূল তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তাঁকে ‘বাঙালি বিরোধী’ হিসেবে দেখাচ্ছে বলে অভিযোগ হিমন্তের (Himanta Biswa Sarma)। আসলে সম্প্রতি অসমের সংখ্যালঘু সংগঠনের নেতা মন্তব্য করেন, রাজ্যে বসবাসকারী পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা জনগণনার সময় মাতৃভাষা হিসেবে বাংলাকেই নথিভুক্ত করবে। আর তাহলে অসমের (Assam) সরকারি ভাষা আর অহমিয়া থাকবে না। ‘টাইমস অফ ইন্ডিয়া’ অনুসারে, হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) নাকি এর প্রেক্ষিতে মন্তব্য করেন, অসমের সরকারি ভাষা অহমিয়াই থাকবে। তবে ওই নেতার কথা অনুযায়ী কাজ করলে নথিছাড়া অসমে বসবাসকারী বাংলাদেশিদের বুঝতে সুবিধা হবে।

Himanta Biswa Sarma accused tmc on bengali controversy

কোন মন্তব্য নিয়ে বিতর্ক: হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) এই মন্তব্য ঘিরেই বাঁধে বিতর্ক। তবে সে সময় তিনি আরও বলেছিলেন, জনগণনার সময় কথ্য ভাষাটাই গুরুত্বপূর্ণ বলে ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু জনগণনার সময় ভুল তথ্য দেওয়া অপরাধ। তিনি আরও দাবি করেন, অন্য জায়গা থেকে সে রাজ্যে আসা সংখ্যালঘুরা মাতৃভাষা হিসেবে সবসময় বাংলাকেই বেছে নেয়। অর্থাৎ এমন হুমকি আগেও এসেছে।

আরও পড়ুন : নামকরণ করেছিলেন মমতা নিজে, পুজোর আগেই ফের মা হল ‘তনয়া’, বড় উদ্যোগের চিন্তাভাবনা কর্তৃপক্ষের

ফের কটাক্ষ তৃণমূলের: এদিকে সাম্প্রতিক সময়ে বেশ কিছু রাজ্যে বাংলায় কথা বললে ‘বাংলাদেশি’ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরব হয়েছে তৃণমূলও। তাই হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল (TMC) নেতা দেবাংশু ভট্টাচার্য। কটাক্ষ শানিয়ে তিনি বলেছিলেন, হিমন্ত বিশ্বশর্মা যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে রাজ্যের দ্বিতীয় সবথেকে বেশি বলা ভাষা বাংলা। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি? প্রশ্ন তোলেন দেবাংশু।

আরও পড়ুন : স্কুলের গণ্ডিও পেরোননি পাত্রী, এর মধ্যেই ঘুরে ফেললেন সাতপাক! সায়কের ‘বিয়ে’র ছবি ভাইরাল নেট পাড়ায়

সম্প্রতি হিমন্ত বিশ্বশর্মার বক্তব্যের পরেও আবারও সরব হয়েছেন দেবাংশু। অসমের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বাণে বিঁধে তিনি বলেন, অসম সরকারের নিশানায় শুধু অবৈধ বাংলাদেশি মুসলিমরা। অথচ জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে যে ১৯.৬ লক্ষ মানুষ বাদ গিয়েছিলেন, তাদের মধ্যে ১২ লক্ষই বাঙালি হিন্দু। তাঁদের ধর্মীয় বিশ্বাসে কোনও সময় ছিল নাকি ভাষায়? ফের প্রশ্ন তুলেছেন দেবাংশু।