দেদারে অনুপ্রবেশ অসমে, ১০ লক্ষ একর জমি জবরদখল! বাংলাদেশিদের নিয়ে অবস্থান স্পষ্ট করলেন হিমন্ত বিশ্বশর্মা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলাভাষী এবং অবৈধ বাংলাদেশি বিতর্কে কিছুদিন ধরেই সরগরম রাজনৈতিক মহল। বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে বাঙালিদের উপরে হেনস্থার অভিযোগ এনেছে তৃণমূল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সরব হন একুশে জুলাইয়ের মঞ্চে। তাঁর কথা প্রসঙ্গে উঠে আসে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাও। এবার কিছুটা একই রকম বিষয়ে মুখ খুলতে দেখা গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও (Himanta Biswa Sarma)। সোমবারই সে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের (Bangladeshi) নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী।

অসমে অবৈধ বাংলাদেশিদের নিয়ে সরব হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)

অসমে প্রায় ১০ লক্ষ একর জমি জবরদখল করে রেখেছে অবৈধ বাংলাদেশি এবং সন্দেহজনক নাগরিকরা। সোমবার এমনই বিষ্ফোরক দাবি করলেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তবে একই সঙ্গে তিনি বলেন, সন্দেহভাজন, অবৈধ বাংলাদেশিদের থেকে প্রত্যেক ইঞ্চি জমি দখলমুক্ত করার শপথ নিয়েছেন তাঁরা।

Himanta Biswa Sarma opened up bangladeshi immigrants in assam

আগে অভিযানে এসেছে আন্তর্জাতিক চাপ: মুখ্যমন্ত্রী হিমন্ত (Himanta Biswa Sarma) আরও অভিযোগ করেন, ২০২১ সালে দরং জেলার গরুখুটিতে অবৈধ ভাবে জবরদখল করে রাখা জমি থেকে উচ্ছেদ করাতে অভিযান হয়েছিল। কিন্তু সেসময় উচ্ছেদ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয়েছিল অসম সরকারকে। সূত্রের খবর অনুযায়ী, ৭৭,৪২০ বিঘা দখলীকৃত জমি পুনরুদ্ধার করা হয়েছে এই অভিযানে। তবে তিনজনের মৃত্যুও হয় পুলিশের গুলিতে।

আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে সোনার দামে উর্দ্ধগতি, চড়ল রূপোর দামও! আজ কত বাড়ল দর?

বাংলা ভাষা নিয়ে বিতর্ক: অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে চার বছরের মধ্যে প্রায় ১.২৯ লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে (Himanta Biswa Sarma) আক্রমণ শানিয়েছিল তৃণমূল। অভিযোগ উঠেছিল, অসমে বসবাসকারী বাঙালিদের বাংলা বলার জন্য হেনস্থা করা হচ্ছে। পালটা জবাব দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ‘সারার সবকিছুই জেনে ফেলেছি’, মুখ ফসকে এ কী বলে ফেললেন আদিত্য!

এদিন চিনের বাঁধ তৈরির আশঙ্কা নিয়েও মতামত প্রকাশ করেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, চিনকে নিয়ে এখনই তিনি চিন্তা করছেন না। কারণ ব্রহ্মপুত্র বিশাল নদী। কোনও নির্দিষ্ট উৎসের উপরে নির্ভর করে না এর জল। তাঁর কথায়, ভুটান এবং অরুণাচল প্রদেশ থেকেই বেশি জল পায় ব্রহ্মপুত্র। আর বৃষ্টি সহ অন্যান্য জল আসে অসম থেকে।