বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আসামে জনসভা করতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সমাবেশের আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরবিন্দ কেজরিওয়ালকে সতর্ক করে বলেন যে, কেজরিওয়াল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেই তিনি মামলা করবেন। উল্লেখ্য, এর আগে কেজরিওয়াল দিল্লির বিধানসভার দাবি করেছিলেন যে, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনেক রাজ্যেই মামলা দায়ের রয়েছে।
মিডিয়ার সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমার বিরুদ্ধে দেশের কোথাও মামলা আছে কী? অরবিন্দ কেজরিওয়াল বিধানসভায় কাপুরুষের মতো কথা বলছেন। উনি ২রা এপ্রিল আসামে এসে একবার বলুক যে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা রয়েছে। আমি তার বিরুদ্ধে মামলা করব।”
শর্মা কেজরিওয়ালকে সতর্ক করে বলেছেন যে ‘আপনি যদি আমার বিরুদ্ধে একটি শব্দও বলেন যে আমি দুর্নীতিগ্রস্ত, তবে পরের দিন আমি মনীশ সিসোদিয়ার মতো আপনার বিরুদ্ধেও মানহানির মামলা করব।” শর্মা বলেন যে, কেউ কেউ মানুষকে বিভ্রান্ত করছে। সারা দেশে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, শুধু কয়েকজন কংগ্রেসকর্মী আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।
উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল আসামে তাদের রাজনৈতিক মাটি মজবুত করার কাজে নেমেছেন। এর জন্য কেজরিওয়াল ২ এপ্রিল আসাম সফর করবেন এবং একটি জনসভায় ভাষণও দেবেন। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত থাকবেন। গুয়াহাটির ভরলুমুখের সোনারাম হাইস্কুলে এই জনসভা অনুষ্ঠিত হবে। আসাম প্রদেশ আম আদমি পার্টি এই সমাবেশের আয়োজন করছে। এই জনসভায় উপস্থিত থাকবেন আম আদমি পার্টির উত্তর-পূর্বের ইনচার্জ রাজেশ শর্মাও।