২৫ বছরেই থামল জীবন! হৃদরেগে আক্রান্ত হয়ে দুনিয়া ছাড়লেন এই অভিনেতা

বাংলা হান্ট ডেস্ক : একটার পর একটা নক্ষত্র পতনে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। একের পর এক মৃত্যু (Actor Death) দেখে ভেঙে পড়েছেন ভক্তরাও। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) মৃত্যুর সংখ্যা তো প্রচুর। আর এই রোগে কেড়ে নিল আরও এক শিল্পীর প্রান। মাত্র ২৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা।

বিগত কয়েক বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যুর খবর রয়েছে শিরোনামে। সিদ্ধার্থ শুক্লা ও পুণিত রাজকুমারের পর এবার জনপ্রিয় অভিনেতা পবনের মৃত্যু হল হৃদরোগে। জানা যাচ্ছে তিনি শুক্রবার ভোর ৫টা নাগাদ মুম্বইয়ের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রের খবর, অভিনেতার মৃতদেহ মুম্বই থেকে তাঁর জন্মস্থান মান্ডায় আনা হবে, যেখানে তাঁর শেষকৃত্যও সম্পন্ন হবে।

ছোটপর্দার নামজাদা এই শিল্পী মূলত কর্ণাটকের মান্ডা জেলার বাসিন্দা। কর্ণাটকের বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে পরিবার নিয়ে মুম্বাইতেই থাকতেন। একাধিক হিন্দি ও তামিল ধারাবাহিকে কাজ করেছে তিনি। পবন অভিনীত সিরিয়াল হয়ত আপনিও দেখেছেন। তাঁর অকালমৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার সহ ভক্তরা।

আরও পড়ুন : সাড়া পাওয়া যাচ্ছে ‘চন্দ্রযান ২’ থেকে, আসছে সিগন্যাল! চন্দ্র অভিযানে ISRO-র হাতে এল তুরুপের তাস

খবরটি প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেছেন মান্ডার বিধায়ক এইচ টি মঞ্জু, প্রাক্তন বিধায়ক কেবি চন্দ্রশেখর, প্রাক্তন মন্ত্রী কেসি নারায়ণ গৌড়া, প্রাক্তন বিধায়ক বি প্রকাশ, টিএপিসিএমএস চেয়ারম্যান বিএল দেবরাজু এবং কংগ্রেস নেতা বুকানকের বিজয়া রামেগৌড়া-সহ একাধিক রাজনীতিবিদ। সমাজের প্রতি তাঁর কাজ এবং অবদানকেও শ্রদ্ধা জানিয়েছেন তারা।

আরও পড়ুন : পুজোর আগেই সুখবর, ফের ৩ শতাংশ বাড়ছে DA! সুবিধা পাবেন এই সরকারি কর্মীরা

actor pawan dies due to cardiac arrest1692431605905

প্রসঙ্গত, এই মাসেরই শুরুর দিকে ৭ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রের স্ত্রী স্পন্দনার। পরিবার নিয়ে ব্যাঙ্কক বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই আকস্মিকভাবে এগিয়ে আসে মৃত্যু। আর তার ঠিক একমাস পরেই একইভাবে মৃত্যু্র কোলে ঢলে পড়লেন পবন। জানা যাচ্ছে, বিজয় রাঘবেন্দ্র প্রয়াত কন্নড় তারকা পুণিত রাজকুমারের তুতো ভাই।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর