বিয়ের হতে না হতেই রকেটের গতিতে বিচ্ছেদ! গল্পের গরু সোজা মহাকাশে, ট্রোলের মুখে এই সিরিয়াল

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Serial) মানেই সেখানে যুক্তির অভাবে গল্পের গরু গাছে উঠবে। দোষ শুধু যে বাংলা সিরিয়ালগুলিরই, তা কিন্তু নয়। একই অভিযোগে অভিযুক্ত হিন্দি সিরিয়ালও (Hindi Serial)। বরং সেখানে মাঝে মাঝে এমন কাণ্ড ঘটে যা দেখে কার্যত মাথায় হাত পড়ে দর্শকদের। কখনো নায়িকাকে বাঁচাতে স্লো মোশনে বারান্দা থেকে ঝাঁপ দেয় নায়ক, আবার কখনো অতিকায় একটি ঘুড়িতে নিজেদের বেঁধে উড়ে যায় নায়ক নায়িকা। এবারে আরো এক অভূতপূর্ব গল্প নিয়ে হাজির এক সিরিয়াল।

বিয়ের মাত্র ১১ মিনিটের মধ‍্যেই বিচ্ছেদও হয়ে গেল নায়ক নায়িকার। না, নতুন কোনো বাংলা সিরিয়াল আসছে না। আসলে এ গল্প এক নতুন হিন্দি সিরিয়ালের। নাম ‘অগ্নিসাক্ষী, এক সমঝোতা’। কালার্স টিভিতে খুব শীঘ্রই আসতে চলেছে সিরিয়ালটি। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে সিরিয়ালের প্রোমো যা নিয়ে আপাতত হাসাহাসি চলছে নেটপাড়ায়।

Hindi serial
প্রোমোর শুরুতে নায়িকাকে বলতে শোনা যায়, তারও ইচ্ছা ছিল বিয়ে করে সংসার করার। স্বপ্ন সত‍্যিও হয়। রাত নটায় মালাবদল হয় নায়ক নায়িকার। রাত ১১ টায় ঘোরেন সাত পাক। ১২ টা ৯ মিনিটে সিঁদুরদান হয় নায়িকার আর ১২ টা ২০ মিনিটেই বিচ্ছেদ!

বিয়ের মণ্ডপেই নায়িকার হাতে ডিভোর্সের পেপার ধরিয়ে দেয় নায়ক। এমন রকেটের গতিতে বিবাহ বিচ্ছেদ দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। কেউ কেউ বলছেন, এমন অভিনব বিয়ে বাস্তবে দেখা তো দূরের কথা, সিরিয়ালেও এই প্রথম দেখা গেল। কয়েকজন আবার এখানেও খুঁজছেন যুক্তি। আবার একাংশের অভিযোগ, এহেন গল্প দেখিয়ে সমাজের প্রতি ভুল বার্তা দেওয়া হচ্ছে।

https://www.instagram.com/reel/ClX7nxbvgiu/?igshid=YmMyMTA2M2Y=

 

হিন্দি সিরিয়ালের কাছে এমন যুক্তিহীন গল্প অবশ‍্য প্রথম নয়। কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল, একটি বড় ঘুড়িতে আটকে আকাশে উড়ছে নায়ক নায়িকা। তুমুল ট্রোল হয়েছিল সিরিয়ালের দৃশ‍্যটি নিয়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর