মেধাতালিকায় নাম উঠলেও হল না শেষরক্ষা, চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল হিন্দমোটর হাই স্কুল

বাংলাহান্ট ডেস্ক : আশঙ্কাই সত্যি হল। চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল হিন্দমোটর হাই স্কুল। এই বছর উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকারী রুপসা উপাধ্যায় ছিলেন এই স্কুলের ছাত্রী। বিখ্যাত এই স্কুলটি অবস্থিত ছিল হিন্দমোটর (Hindmotor) কারখানার মধ্যে। এই স্কুলটি ছিল জেলার প্রথম ইংরেজি মাধ্যম স্কুল যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত।

স্কুল বন্ধের ব্যাপারে নোটিশ জারি করে স্কুল কমিটি। যখন হিন্দমোটর কারখানা স্থাপিত হয় তার কিছু পরে ফ্যাক্টরির ট্রাস্ট বোর্ড থেকে এই স্কুল নির্মিত হয়। হিন্দমোটর কারখানার কর্মচারীদের ছেলে-মেয়েরাই শুধু নয়, পার্শ্ববর্তী হিন্দমোটর, উত্তরপাড়া ও কোন্নগর এলাকার বহু ছাত্রছাত্রী পড়াশোনা করেছেন এই স্কুলে।

তবে সূত্রের মাধ্যমে খবর ছিল যে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর এই স্কুলটিও বন্ধ হয়ে যাবে। এরপর ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ব্যাচ শেষ হয়ে যাওয়ার পর স্কুল বন্ধের নোটিশ জারি করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানায় আর্থিক সমস্যার কারণে এই স্কুলটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বছর উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকারী রুপসা উপাধ্যায় ছিলেন এই স্কুলেরই ছাত্রী।

তিনি জানিয়েছেন, এই স্কুলে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি। বড় হয়ে ওঠা থেকে শিক্ষা লাভ, জীবনের অনেকটা সময় এই স্কুলের সাথে জড়িত। স্কুলের কোলাহল, স্যার-ম্যাডামদের বকা আর কখনোই শোনা যাবে না। রুপসা কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যাতে স্কুলটি পুনরায় চালুর জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

School closed

এই স্কুলের এক প্রাক্তনীর কথায়, বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি হয়েছে এই স্কুল থেকে। এলাকার অনেক জনপ্রতিনিধি একটা সময় এই স্কুলের ছাত্র-ছাত্রী ছিলেন। এই প্রাক্তনীর অনুরোধ যেমন করেই হোক স্কুলটি পুনরায় চালু করা হোক। নয়তো হিন্দমোটর কারখানার মতো শুধুমাত্র ইতিহাসের পাতাতেই নাম থেকে যাবে এই স্কুলের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর