এবার মার্কিন রাজনীতির অংশ হবে হিন্দুরাও, সংসদ ভবনে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে হল শঙ্খনাদ

বাংলা হান্ট ডেস্ক : আমেরিকায় (America) গণতান্ত্রিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হল ক্যপিটল হিলস (Capital Hils)। এই ক্যাপিটল হিলস-এই অনুষ্ঠিত হল আমেরিকার প্রথম হিন্দু-আমেরিকা সম্মেলন (Hindu America Summit)। এই সম্মেলন গতকাল ১৪ জুন অনুষ্ঠিত হয়। হিন্দু-আমেরিকান সম্মেলনের প্রধান উদ্দেশ্য হল আমেরিকায় বসবাসকারী হিন্দু নাগরিকদের সমস্যার কথা সমবেত ভাবে আইন প্রণেতাদের কাছে পৌঁছে দেওয়া।

এই সম্মেলনের নাম দেওয়া হয়েছে ‘আমেরিকান ফর হিন্দুজ’ (America for Hindu’s)। জানা যাচ্ছে, এই সম্মেলনের সূচনা হয় বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে। ছিল প্রর্থনার অনুষ্ঠানও। অনুষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে একজন রমেশ জাপরা বলেন, ‘আমাদের হিন্দু মূল্যবোধ সম্পূর্ণ ভাবে আমেরিকান সংবিধানের পরিপন্থী। আমাদের মূল্যবোধ গীতার সঙ্গে সম্পর্কিত। আর তাই আমাদের দাবি আমেরিকান সরকারের কাছে পৌঁছে দিতেই হাজির হয়েছি আমরা।’

সম্মেলনের চেয়ারম্যান রমেশ জাপরা আরও বলেন, ‘সম্মেলন প্রথম বার বিদেশে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়, অর্থনৈতিক, ধর্ম, সংস্কৃতি, সাহিত্য, সমাজসেবার মতো একাধিক বিষয়ে যুক্ত রয়েছে। কিন্তু রাজনৈতিক বিষয়ে আমরা অনেক পিছিয়ে।’

us hindu 2

আমেরিকা ফর হিন্দুজ সম্মেলন আমেরিকা ফর হিন্দুজ পলিটিক্যাল অ্যাক্শন কমিটি আরও ২০ টি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আয়োজন করে। ফ্লোরিডা, টেক্সাস, নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, ক্যালিফোর্নিয়ার মত শহর থেকে ১৩০ জন মার্কিন নেতা এই সম্মেলনে অংশ নেন।

জাপরা এদিন আরও বলেন, ‘বহু ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো একাধিক জ্ঞানী মানুষ আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু আমরা রাজনৈতিক ভাবে অনেকটাই পিছিয়ে। এই কারণে একাধিক হিন্দু আমেরিকান নেতা আজ আমাদের সঙ্গে রয়েছেন। শুধু তাই নয়, ২০ টি ভিন্ন সংগঠনও আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছে।’ মার্কিন সংসদের স্পিকার কেবিন ম্যাকার্থী এবং ডেমোক্রেটিক ও রিপাবলিক পার্টের একাধিক নেতা এখানে উপস্থিত ছিলেন।

জাপরা আরও বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। ভারতকে ক্ষমতার শীর্ষে বসাতে একমাত্র মোদিই পারেন। তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন। মোদির থেকে তাঁরা প্ররণা পান বলে জানিয়েছেন রমেশ জাপরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর