ফিরছে একাত্তরের স্মৃতি? রংপুরে ১৮ টি হিন্দু বাড়ি লুঠপাট-ধ্বংস, আতঙ্কে ঘর ছাড়া শতাধিক হিন্দু পরিবার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) সরকারি পালাবদলের পর থেকেই লাগাতার অত্যাচারিত হয়ে চলেছে হিন্দুরা। বিভিন্ন ঘটনাবলীতে বারংবার উত্তাল হচ্ছে প্রতিবেশী দেশ। কিছুদিন আগেই বাঙালি হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। কিছুদিন কাটতে না কাটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল রংপুর। রবিবার সন্ধ্যায় এলাকায় হিন্দুদের বাড়ি ঘরদোরে হামলা চালানো হয়। ঘটনার জেরে থমথমে পরিবেশ। পরের দিনও অব্যাহত আতঙ্ক। বাধ্য হয়েই ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। হিসেব বলছে সোমবার বিকেল পর্যন্ত প্রায় শতাধিক সংখ্যালঘু পরিবার ঘরছাড়া হয়েছে।

বাংলাদেশের (Bangladesh) রংপুরে হিন্দুদের উপর হামলার ঘটনা

জানা গিয়েছে, শনিবার একটি গুজবের জেরে রবিবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দু পল্লির প্রায় ১৮ টি বাড়িতে হামলা চালায় স্থানীয় কট্টরপন্থীরা। সেদিন রাতেই খবর শোনা গিয়েছিল, আরও বড় হামলা হতে পারে। আতঙ্কে সোমবার সকাল থেকে গবাদি পশু, চাল ডাল থেকে আসবাবপত্র নিয়ে এলাকা ছাড়ছেন মানুষজন।

Hindu families attacked again in Bangladesh

কী জানাল পুলিশ: সোমবার গঙ্গাচড়া (Bangladesh) মডেল থানার ভারপ্রাপ্ত ওসি বলেন, রবিবারের বিষয়টি নিয়ে সোমবার বিকেল পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি। অভিযোগ জানালে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিড়ির মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : নাম না করে ‘অপরাধী’ বলে কটাক্ষ, অহনা মা হতেই ফের বোমা ফাটালেন চাঁদনি

পালটা অভিযোগ স্থানীয়দের: এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশের সামনেই চলেছে ভাঙচুর লুঠপাট। পুলিশ (Bangladesh) নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। ভয়ে কেউ আসেইনি বলে অভিযোগ। একজন প্রশ্ন করেন, হিন্দুরা কি মানুষ নয়? কেন তাদের উপর এত অত্যাচার! তিনি এও জানান, গুঞ্জন ছড়িয়েছে যে সোমবার রাতে আবারও আসবে তারা। আগুন দিয়ে দেবে। তাই হাতের কাছে যা পেয়েছেন তা নিয়েই বাড়ি ছেড়েছেন অনেকে। 

আরও পড়ুন : বদলে যাচ্ছে সব নিয়ম, কী কী থাকছে একাদশ-দ্বাদশের OMR শিটে? নির্দেশিকা দিয়ে ধোঁয়াশা কাটাল সংসদ

ঘটনাস্থলে আসেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক। তিনি বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।