অযোধ্য়ায় মুসলিমদের বিকল্প জমি দেওয়া নিয়ে বিরোধিতা, শীর্ষ আদালতে হলফনামা জমা দিল হিন্দু মহাসভা

বাংলা হান্ট ডেস্ক :নভেম্বর মাসে ঐতিহাসিক অযোধ্য়া মামলার রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালতের রায়ে অযোধ্য়ার বিতর্কিত ২.৭ একর জমিতে রামমন্দির নির্মিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে। একইসঙ্গে মুসলিমদের বিকল্প হিসেবে ৫ একর জমি দেওয়ার কথাও জানানো হয়েছে। যদিও এই জমি নেওয়া ও না নেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার কথা মুসলিম বোর্ডের ওপরে।

যদিও আদালতের রায় নিয়ে রিভিউ পিটিশন দায়ের করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। যদিও সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে আদালতেরিভিউ পিটিশন দায়ের করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি অনেকেই মুসলিমদের জমি না নেওয়ার ব্যাপারে সায় দিয়েছে। তবে এবার মুসলিমদের বিকল্প জমি দেওয়া নিয়ে বিরোধিতায় নামল হিন্দু মহাসভা। সুপ্রিম কোর্টে হিন্দু মহাসভার তরফে একটি হলফনামা জমা দিয়ে এই জমি দেওয়ার কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে।shiv sena ret l 1 696x464

পাশাপাশি  সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্যও আবেদন জানানো হয়েছে। হিন্দু মহাসভার পক্ষে আইনজীবি জানিয়েছেন, ‘অযোধ্যার যে কোনও জায়গায় মুসলিম পক্ষকে ৫ একর জমি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আজই রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেব আমরা।”

গত সোমবার দেশের শীর্ষ আদালতে প্রথম অযোধ্য়া মামলার রিভিউ পিটশন দায়ের করল জমিয়ত উলামায়ে হিন্দ।শীর্ষ আদালতের রায়কে পর্যালচনা করার দাবি তুলেছে সংগঠন। বাবারি মসজিদ অ্যাকশন কমিটি রায় মেনে নিলেও তা মানতে নারাজ সংগঠন।উল্লেখ্য, আদালতের রায়ে হিন্দুদের অযোধ্য়ার বিতর্কিত জমিতেই মন্দির নির্মানের কথা জানানো হয়েছে। যদিও মুসলিমদের বিতর্কিত জমি দেওয়ার রায় দিয়েছে।

কিন্তু, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের পাঁচ সদস্য়ের বোর্ডের এই রায় মানতে একপ্রকার নারাজ বোর্ড।অন্যদিকে এতদিন অবধি সাত দশক ধরে চলা অযোধ্য়া মামলায় আবেদন জমা দিয়েছে মৌলানা মুফতি হাসবুল্লা, মৌলানা মাফজুর রহমান, মিসবাউদ্দিন, মহম্মদ উমর ও হাজি নাহবুব।

ad

সম্পর্কিত খবর