‘আমার নাম ইমরান, আমি তোমাদের লোক’, বলে দাঙ্গাবাজদের থেকে প্রাণে বাঁচলেন এক হিন্দু ব্যক্তি

বাংলাহান্ট ডেস্কঃ উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের নাম ইমরান বলে, কোনরকমে প্রাণে বাঁচলেন এক হিন্দু (Hindu) ব্যক্তি। দিল্লীতে (Delhi) সাম্প্রদায়িক যে দাঙ্গা শুরু হয়েছে, তাতে উত্তরপূর্ব দিল্লির চাঁদবাগ (Chandbag) এলাকার এক বাসিন্দা নিজেকে মুসলিম (Muslim) স্পম্প্রাদায়ের লোক বলে পরিচয় দিয়ে প্রাণে বেঁচে যান।

delhi police violence 1576605307

উত্তরপূর্ব দিল্লীর বেশকিছু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় আধাসেন বাহিনী এবং জারী করা হয় কার্ফু। এই পরিস্থিতিতে সামনে আসে এক হিন্দু ব্যক্তি কিভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের প্রাণে বেঁচেছেন। কাজের পথে বাড়ি ফিরতে তাঁকে ওই দাঙ্গার মধ্যে পড়তে হয়েছিল। সেখানে কিছু দাঙ্গাবাজ ব্যক্তি তাঁর পথ আটকে তাঁর কলার ধরে মারধর করতে গেলে, ওই ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। এবং তৎক্ষণাৎ তাঁরা তাঁকে ছেড়ে দেয়।

মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ওই ব্যক্তি জানান, ওই রাস্তা দিয়ে তিনি যখন ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন,তখন তিনি দেখেন কয়েকজন হিন্দু ব্যক্তিকে কিছু দাঙ্গাবাজ টেনে একটি ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। হঠাৎ সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের শরীর থেকে সমস্ত হিন্দু চিহ্ন খুলে ফেলেন।

এরপর সেই ভিড়ের দিকে আসতে আসতে তিনি এগিয়ে যান। তখন দাঙ্গাবাজদের মধ্যে কয়েকজন জামার কলার ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে, তিনি তাদেরকে বলেন, ‘আমার নাম ইমরান। আমি তোমাদের লোক। আমাকে আটকিও না’। এই কথা শোনার পর দাঙ্গাবাজরা তাকে তৎক্ষণাৎ ছেড়ে দেয়। তখন তিনি কোন রকমে সেখান পালিয়ে বাঁচেন। এবং তিনি হাঁটুতে সামান্য চোটও পান।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর