বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india) জুড়ে এই মুহুর্তে জোর প্রস্তুতি চলছে রাম জন্মভূমি মন্দির (ram janmbhumi mandir) নির্মাণের। তৈরি হলে একই সাথে তা পৃথিবীর বুকে নতুন ইতিহাস লিখবে সে বিষয়ে মতান্তর নেই। কিন্তু আপনি কি জানেন ভারতের বাইরে এমন কিছু মন্দির (temple) আছে যেগুলির প্রাচীনতা,ঐতিহ্য, ইতিহাস, ধর্ম, স্থাপত্য কলা সব ক্ষেত্রেই দ্বিতীয়রহিত৷ আসুন জেনে নি এই মন্দিরগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ৯ মন্দির সম্পর্কে
অঙ্কোরভাট মন্দির, কম্বোডিয়া
কম্বোডিয়ার জাতীয় পতাকা যদি আপনি কখনো লক্ষ্য করেন তাহলে আপনি সেখানে একটি মন্দিরের প্রতিকৃতি দেখতে পাবেন। জাতীয় পতাকায় স্থান পাওয়া এই মন্দিরটি একটি হিন্দু মন্দির। তবে একে মন্দির না বলে ছোটখাটো একটা শহর বলা যায়। এর মোটা আয়তন ১৬২ হেক্টরের বেশি অর্থাৎ কম বেশী ৪০০ একর। সুবিশাল মন্দিরটি দ্বাদশ শতকে তৈরি। কম্বোডিয়ার দ্বিতীয় খেমের রাজা সূর্যবর্মণ নির্মাণ করিয়েছিলেন। এটি বর্তমানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
পশুপতিনাথ মন্দির, নেপাল
নেপালের বাগমতি নদীর তীরে অবস্থিত পশুপতি নাথ মন্দির পৃথিবীর অন্যতম জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে অন্যতম৷ এখানে ভগবান শিবের উপাসনা করা হয়৷ এটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মন্দির হিসাবে বিবেচনা করাও হয়। মন্দিরের গর্ভগৃহে প্রায় 1 মিটার উঁচু শিবের একটি চার মাথা যুক্ত মূর্তিও স্থাপন করা হয়েছে। এটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
পরমবনন মন্দির, জাভা
ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিন প্রাম্বানন ত্রিমূর্তি মন্দিরটি ভারতের হিন্দু দেবদেবীদের বিখ্যাত মন্দিরগুলির মধ্য অন্যতম প্রসিদ্ধ। হিন্দু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পূজা হয়ে থাকে এই মন্দিরে। মন্দিরটি নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করেছে।