বাংলাহান্ট ডেস্ক : হিন্দু নাবালিকা মেয়েকে জোরজবরদস্তি করে বিয়ে করে ধর্ম পরিবর্তন করার অভিযোগ উঠল খাস যোগীর রাজ্যে! উত্তরপ্রদেশের বারাণসীর (Varanasi) আদমপুর থানা এলাকায় ঘটেছে এই ঘটনা। মাত্র ১২ বছরের এক হিন্দু নাবালিকাকে গুম করে জোর করে এক মুসলিম নাবালকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক মৌলবীর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ (Varanasi) পুলিশ।
উত্তরপ্রদেশে (Varanasi) হিন্দু মেয়েকে জবরদস্তি ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করার অভিযোগ
অভিযোগ, হিন্দু নাবালিকা মেয়েটির বাবা গত তিন মাস ধরে লাগাতার চক্কর কেটেছেন থানার। কিন্তু বারবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনও লাভ মেলেনি। বাধ্য হয়ে এরপর তিনি পুলিশ কমিশনারের দ্বারস্থ হন। তারপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো হুলস্থুল পড়ে যায়।
কী অভিযোগ করেন মেয়েটির বাবা: জানা গিয়েছে, অভিযোগপত্রে ব্যক্তি বলেন, প্রায় তিন মাস পর তাঁর ১২ বছরের কন্যাকে জোরজবরদস্তি তুলে নিয়ে যায় নিহাল নামে এক মুসলিম নাবালক (Varanasi)। কিন্তু তিনি যখন নিজের মেয়েকে ফেরত আনতে যান তখন নিহালের বাবা, কাকা সহ আরও কয়েকজন তাঁর উপরে হামলা করেন। শুধু তাই নয়, তাঁরা নাকি বলেন হিন্দু মেয়েটির এখন ধর্ম পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন : ৬ বছর ধরে ৫০ লক্ষ টাকা নয়ছয়! কাটোয়ায় ভয়ঙ্কর মিড ডে মিল দুর্নীতির অভিযোগ খাস প্রধান শিক্ষকের বিরুদ্ধে
এরপরেই আসরে নামে পুলিশ: এরপরেই ব্যবস্থা নেয় পুলিশ। এই মামলায় গ্রেফতার করা হয় নিহাল, তার বাবা, মা, কাকা এবং মৌলবী মহম্মদ হাসিনকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, তাঁদের গ্রেফতার করে থানায় কান ধরে ওঠবোসও করানো হয়। চাপের মুখে পড়ে মৌলবী স্বীকার করেন, জোর করে ১২ বছরের হিন্দু মেয়েটির তিনি নিকাহ দিয়েছেন। ভাইরাল ভিডিওতে কান ধরে ক্ষমা চাইতেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন : সরকারের বিরুদ্ধে মুখ খুলতেই ‘একঘরে’? নিরাপত্তার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শ্রীলেখা
জানা গিয়েছে, জবরদস্তি ধর্ম পরিবর্তন সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে ওই পাঁচজনের বিরুদ্ধে। এসিপি জানান, পুলিশ কমিশনারের কাছে অভিযোগ আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। হিন্দু মেয়েটিকে উদ্ধার করে আনার জন্য টিমও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।