বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলে বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ক্রমশই বাড়ছে রাজনৈতিক ঝাঁঝ। এ রাজ্যে মুসলিম ভোটব্যাঙ্কের জেরে নির্বাচনের বৈতরণী পার করে শাসকদল তৃণমূল (Trinamool Congress)। বারংবার এমনটাই দাবি করে বিজেপি (BJP)। এবার তারই পাল্টা দিল শাসকশিবির। আসরে নামলেন তৃণমূলের মুখপাত্র তথা তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhanttacharya)।
কী অঙ্ক কষলেন দেবাংশু? Debanshu Bhanttacharya
গেরুয়া শিবিরের দাবিকে মিথ্যাচার বলে এবারে অঙ্ক বোঝালেন দেবাংশু। এদিন সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ্যমে একবারে বোর্ডে মার্কার দিয়ে অঙ্ক বোঝান দেবাংশু। তার দাবি, রাজ্যের ১৪৯টি বিধানসভা আসনে ৮০ শতাংশ বা তার বেশি হিন্দু ভোটার রয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে তার মধ্যে ৮০টি আসনে লিড পেয়েছিল তৃণমূল। বিজেপি লিড পেয়েছিল ৬৯টি আসনে। গত বিধানসভা নির্বাচনে ৮৭টি আসনে জিতেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৬২টি আসন।
তৃণমূল নেতার দাবি, যে বিধানসভা কেন্দ্রগুলিতে ৯০% এর বেশি হিন্দু ভোটার রয়েছে, সেখানেও গত বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। আর বিজেপি পেয়েছিল ৩২টি আসন। গত লোকসভা নির্বাচনের সময়ও যা মোটামুটি একই ছিল। সেইসময় তৃণমূল ৪৬ টি আর বিজেপি এগিয়ে ছিল ৩৩টি আসনে।
ভিডিওতে দেবাংশুর দাবি, ১০ জনের মধ্যে চারজন হিন্দু হয়তো তৃণমূলকে ভোট দেন। চারজন দেন বিজেপিকে। আর বাকিটা সিপিআইএম, কংগ্রেস বা অন্যান্যরা পায়। আর সংখ্যালঘুদের ক্ষেত্রে ১০ জনের মধ্যে ছয়জন তৃণমূলকে ভোট দেন। অর্থাৎ উনিশ-বিশ ভোট হয়। দেবাংশু বলেন, তৃণমূল যে ৪৬ শতাংশ ভোট পায়, তার মধ্যে ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট আর বাকি মাত্র ১৬ শতাংশ হিন্দুভোট, এই অঙ্কটা মিথ্যে।
‘শুধু মুসলিম ভোটের উপর ক্ষমতায় টিকে তৃণমূল? হিন্দু ভোট পান না মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টির মিথ্যাচারকে ভাঙতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। এই ভিডিওটি দেখুন এবং বাকিদের দেখান। https://www.facebook.com/share/v/1EjwkFEv3E/
আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতির নামে প্রতারণা! তদন্ত হতেই যা বেরিয়ে এল… তোলপাড় বাংলা!
সবশেষে দেবাংশুর দাবি, ‘বাংলার নির্বাচনে হিন্দু, মুসলিম এসব কোনো জাত হয় না। বাংলার নির্বাচনে একমাত্র ফ্যাক্টর হল মমতা বন্দ্যোপাধ্যায়।’