বাংলা হান্ট ডেস্ক : ইতিহাস তৈরির দোরগোড়ায় ভারত। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, তারপরেই চাঁদের মাটি ছুঁতে চলেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। গোটা দেশ যেখানে সেই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেখানে বিতর্কিত টুইট করে মানুষের চক্ষুশূল হয়েছেন পর্দার ভিলেন, অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। এমনকি অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ-ও নেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, ‘চন্দ্রযান-৩’ মিশনকে উপহাস করার অভিযোগে প্রকাশ রাজের বিরুদ্ধে কর্ণাটকের বাগালকোট জেলার এক থানায় দায়ের হল অভিযোগ। খবর যা, হিন্দু সংগঠনের নেতারা এই পদক্ষেপ নিয়েছেন। এমনকি প্রকাশ রাজের যাতে শাস্তির ব্যবস্থা করা হয় সেই ব্যাপারটিও দেখবেন বলে জানিয়েছেন তারা। ঠিক কী ছিল প্রকাশ রাজের টুইটে?
গত রবিবার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি কার্টুন চরিত্রের চাওয়ালার ছবি পোস্ট করেছিলেন প্রকাশ রাজ। কার্টুনটি ব্যাজার মুখ করে এক পাত্র থেকে অন্য পাত্রে চা ঢালছিল। চায়ের পাশাপাশি তার শরীরও যেন খানিক বেঁকে গিয়েছে। এই কার্টুনটি পোস্ট করে প্রকাশ রাজ ক্যাপশনে লেখেন- ‘ব্রেকিং নিউজ–ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের প্রথম ছবি… ওয়াও…এমনি প্রশ্ন করছি’। আর তারপর থেকেই শুরু হয় জোর সমালোচনা।
আরও পড়ুন : ‘বেশি শিক্ষিত হয়ে গেলে …” যাদবপুর নিয়ে বড় বিস্ফোরণ রাজের! দিলেন সিনেমা তৈরি করারও ইঙ্গিত
টুইটটি দেখে অনেকেই মনে করছেন, প্রকাশ রাজ তার এই কার্টুনের মাধ্যমে ইসরোর প্রচেষ্টাকে অবজ্ঞা তো করেইছেন, পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও অপমান করতে চেয়েছেন। কারণ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার শৈশবে চা বিক্রি করতেন। বিষয়টিকে দুইয়ে-দুইয়ে চার করতে অসুবিধা হয়নি নেটিজনদেরও। তারপরই অভিনেতা, পরিচালকের রুচি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
আরও পড়ুন : গদর-২ সফল হতেই পাল্টি! আগামী লোকসভা নির্বাচন নিয়ে বড় মন্তব্য সানির, মাথায় হাত বিজেপির
এক ইউজার লিখেছেন, ‘আপনি আর কত নীচে নামবেন, ঘৃণা হচ্ছে। ভাবতে অবাক লাগছে আপনি একজন ভারতীয়’। কেউ তাকে, ‘নির্লজ্জ’ বলে তুলোধনা করেন তো কেউ ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে শাস্তির দাবি জানিয়েছেন। তীব্র সমালোচনার মুখে পড়ে সাফাই গাইতেও দেখা গেছে প্রকাশ রাজকে। যদিও তিনি নিজের অবস্থান থেকে সরতে নারাজ।
BREAKING NEWS:-
First picture coming from the Moon by #VikramLander Wowww #justasking pic.twitter.com/RNy7zmSp3G— Prakash Raj (@prakashraaj) August 20, 2023
এই বিষয়ে প্রকাশের পাল্টা জবাব, ‘ঘৃণা শুধু ঘৃণাই দেখতে পায়… আমি # আর্মস্ট্রং সময়ের একটি রসিকতার কথা বলছিলাম।… আমারা কেরালা চাওয়ালার উদযাপন করছি… ট্রোলরা এখানে কোন চাওয়ালাকে দেখেছেন? আপনারা যদি এই রসিকতা বুঝতে না পারেন, তাহলে সেটাও হাস্যকর .. তাহলে আমনাদের আরও বড় হতে হবে। এটাই বলার ছিল শুধু।’ আর এই বক্তব্যে আরও চটে যান নেটপাড়ার একাংশ। কমেন্টের বন্যা বয়ে যায়।