ধারালো অস্ত্র দিয়ে হামলার পর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা! বাংলাদেশে ফের ‘টার্গেট’ হিন্দু যুবক

Published on:

Published on:

Hindu youth targeted again in Bangladesh.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান সহিংসতা উদ্বেগজনক মাত্রা নিচ্ছে। শরীয়তপুর জেলার তিলোই এলাকায় উগ্রপন্থীদের একটি দল হিন্দু যুবক খোকন দাসের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং পরে তাঁর দেহে আগুন লাগানোর চেষ্টা করে। গুরুতর আহত খোকন দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর এই ঘটনা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

ফের বাংলাদেশে (Bangladesh) এক হিন্দু যুবককে হত্যার চেষ্টা:

এই হামলার মাত্র দুদিন আগে ময়মনসিংহে ৪০ বছর বয়সী বিজেন্দ্র বিশ্বাসকে খুন করা হয়েছিল। এর আগেও একই জেলার দীপু চন্দ্র দাস ও চট্টগ্রামের অমৃত মণ্ডল গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারান। স্থানীয় সম্প্রদায়ের দাবি, হিন্দুদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা বেড়েছে, যার ফলে অনেকেই আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন:২০২৫-এর ডিসেম্বরে উপচে পড়ল দেশের কোষাগার! GST আদায়ের পরিমাণে বিরাট বৃদ্ধি

গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপু দাসকে প্রকাশ্যে গণপিটুনি ও হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর ছয় দিন পর ২৪ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে অমৃত মণ্ডলকে হত্যা করা হয় এবং একই এলাকায় একাধিক হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ২,৯০০টিরও বেশি সহিংস ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকার সংস্থা এইচআরসিবিএমের প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে হিন্দুদের বিরুদ্ধে ৭১টি ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহের মতো কিছু এলাকায় হিন্দু জনসংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে।

Hindu youth targeted again in Bangladesh.

আরও পড়ুন:নতুন বছরে কবে থেকে বাড়তে চলেছে পান মশলা-বিড়ি-সিগারেটের দাম? জানিয়ে দিল কেন্দ্র

সামগ্রিকভাবে, সহিংসতা ও অগ্নিসংযোগের এই ধারায় বাংলাদেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। গত ১২ ডিসেম্বর ছাত্রনেতা শরীফ ওসমান হাদীর হত্যার পর বিক্ষোভে সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ করা হয়। অন্তর্বর্তী সরকার গুজব বা অভিযোগ ভিত্তিক সহিংসতা বন্ধের নির্দেশ দিলেও, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু ২০২৫ সালেই সহিংসতায় ১৮৪ জন প্রাণ হারিয়েছেন, যা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।